পোস্তর দাম বাড়ছে দিন দিন। তাই বাঙালি হেঁশেল থেকে পোস্তর রকমারি পদ তৈরির চলও যেন খানিক কমেছে। হঠাৎ ইচ্ছা করলেও অধিকাংশ দোকানে এখন আর দেখা যায় না পোস্ত ছড়ানো মিষ্টি।
কিন্তু বাঙালি বাড়িতে গরমকালে পোস্তবাটা, পোস্তর বড়া, আলুপোস্ত, ঝিঙেপোস্ত, পটলপোস্ত নিয়মিত বানানোর চল বহুকাল ধরে। শুধু জিভের জন্য নয়। এ ব্যবস্থা স্বাস্থ্যের কথা মাথায় রেখেও।
পোস্তয় আছে নানা রকম পুষ্টিগুণ। বিভিন্ন ধরনের খনিজ পদার্থের ভরপুর এই মশলা। রয়েছে রকমারি ভিটামিনও। ফলে গরমের যে সব রোগের প্রকোপ বাড়ে, তার হাত থেকে বাঁচাতে সাহায্য করে পোস্ত।