Advertisement
২৭ এপ্রিল ২০২৪
chutney

Summer Chutney: গরমে শরীর ঠান্ডা রাখতে ঘরেই বানান দক্ষিণী চাটনি

পরিচিত টমেটোর চাটনিতেই আনুন নতুনত্ব। বাঙালি ঘরেই বানিয়ে ফেলুন দক্ষিণী স্বাদের চাটনি।

কম চেনা টক-ঝাল চাটনি

কম চেনা টক-ঝাল চাটনি ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৬:৩৭
Share: Save:

গরমকালে অনেকের প্রায় খেতে ইচ্ছা করে না। কিন্তু এ সময়ে কয়েক ধরনের চাটনি মন ও শরীর দুই-ই ঠান্ডা রাখতে সাহায্য করে। সাধারণত আম ও টমেটোর চাটনি বাঙালিদের মধ্যে জনপ্রিয়। তবে সেই একই আম আর টমেটো খেয়ে একঘেয়ে লাগে। তাই পরিচিত চাটনিতেও গরমে চাই চমক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কী চমক দেওয়া যেতে পারে?

পরিচিত টমেটোর চাটনিতেই আনুন নতুনত্ব। বাঙালি ঘরেই বানিয়ে ফেলুন দক্ষিণী স্বাদের চাটনি। কী করে তা বানাবেন? শিখে নিন সহজেই।

বিশেষ কোনও উপকরণ লাগবে না। মাত্র কয়েকটি জিনিস ঘরে থাকলেই হল।

উপকরণ:

টমেটো: ২টি

পেঁয়াজ: ১টি

রসুন: ৬ কোয়া

শুকনো লঙ্কা: ১টি

সর্ষে: ১ টেবিল চামচ

জিরে: ১ টেবিল চামচ

তেঁতুল গোলা: ১ টেবিল চামচ

কারি পাতা: ৬টি

হিং: ১ চা চামচ

নুন: স্বাদমতো

প্রণালী:

সামান্য তেলে হালকা করে ভেজে নিন কুচনো পেঁয়াজ। সামান্য হিং, জিরে আর গোটা সর্ষে দিয়ে দিন। এ বার তার মধ্যে দিন কুচনো টমেটো, রসুন আর তেঁতুল গোলা। কিছু ক্ষণ ফুটতে দিন। এ বার ভাল করে মিশিয়ে নিন সব ক’টি উপকরণ। বেশ ভাল ভাবে মিশিয়ে নিয়ে উপর দিয়ে দিন নুন আর কারি পাতা। সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন। খানিকটা ঘন হবে এই চাটনি।

রুটি, পরোটা বা পোলাও— যে কোনও কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় দক্ষিণী স্বাদের টমেটো আর পেঁয়াজের চাটনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chutney South Indian Cuisine summer Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE