Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

ধান জমিতে নেমে সদ্য রোঁয়া ধান খেত তছনছ করল তিনটি হাতি। বুধবার রাতে বিষ্ণুপুর থানার চৌকান গ্রামে হাতির তাণ্ডব চলে। ঘটনাটি জানতে পেরে চাষিদের মধ্যে ক্ষোভ ছড়ায়। চাষিরা জানিয়েছেন, এক সঙ্গে হাতিরা হামলা করায় চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, বনকর্মীদের ডেকেও পাওয়া যায়নি। ফলে বেশ কয়েক বিঘা ধান চারা হাতিদের পায়ের চাপে নষ্ট হয়েছে। গ্রামের সব্জি খেতেও হাতিরা হামলা করে বলে অভিযোগ।

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০১:৪০
Share: Save:

ধানজমিতে হাতির তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর


দাঁতালের দাপাদাপিতে তছনছ মাঠের ধান। চৌকান গ্রামে। —নিজস্ব চিত্র

ধান জমিতে নেমে সদ্য রোঁয়া ধান খেত তছনছ করল তিনটি হাতি। বুধবার রাতে বিষ্ণুপুর থানার চৌকান গ্রামে হাতির তাণ্ডব চলে। ঘটনাটি জানতে পেরে চাষিদের মধ্যে ক্ষোভ ছড়ায়। চাষিরা জানিয়েছেন, এক সঙ্গে হাতিরা হামলা করায় চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, বনকর্মীদের ডেকেও পাওয়া যায়নি। ফলে বেশ কয়েক বিঘা ধান চারা হাতিদের পায়ের চাপে নষ্ট হয়েছে। গ্রামের সব্জি খেতেও হাতিরা হামলা করে বলে অভিযোগ। তাঁরা এলাকা থেকে দ্রত হাতিগুলিকে অন্যত্র সরানোর ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বন দফতরের বিষ্ণুপুর রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা বলেন, “কয়েকটি দলছুট হাতি ওই এলাকায় রয়েছে। আমরা নজরদারি বাড়াচ্ছি। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের আবেদন জানাতে বলেছি।”

উদ্ধার হওয়া পেঁচার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

ট্রেনের ধাক্কায় আহত পেঁচাকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছিল রেল পুলিশ। প্রয়োজনীয় চিকিৎসা করার পরেও বাঁচানো গেল না জখম পেঁচাটিকে। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। রেল সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় সাঁইথিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে রেল লাইনের পাশে পড়ে যায় ওই পেঁচাটি। সাঁইথিয়া জিআরপি-র কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে রেল পুলিশ। ডানায় জোর আঘাত লাগায় প্যাঁচাটি উড়ার শক্তি হারায়। জিআরপির ওসি বিকাশ মুখোপাধ্যায় বলেন, “ওই রাতেই একজন পশু চিকিৎসককে দিয়ে পেঁচাটির চিকিৎসা করানো হয়। এবং বনদফতরকে খবর দেওয়া হয়। পরের দিন বিকেলে বনদফতরের কর্মীরা পেঁচাটি নিয়েও যান।” সাঁইথিয়ার রেঞ্জার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “ওই লক্ষ্মীপেঁঁচাটিকে বহু চেষ্টা করেও বাঁচানো গেল না। বৃহস্পতিবার দুপুরে সেটি মারা যায়। এ দিনই ভেটেনারি সার্জেনকে দিয়ে ময়না-তদন্ত করানো হয়।”

স্কুলের শৌচাগার ভাঙল হাতি

মিড ডে মিলের চালের খোঁজে হানা দিয়ে স্কুলের শৌচাগার গুঁড়িয়ে দিল হাতি। গত বুধবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের লাটাগুড়ি লাগোয়া সুরসুতি বনবস্তি প্রাথমিক স্কুলে। গরুমারা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে দু’টি হাতি গতকাল স্কুলটিতে হামলা চালায় বলে বন দফতর সূত্রে খবর। গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া ওই স্কুলে একাধিক বার হাতির হামলা হয়েছে। প্রধান শিক্ষক ফয়জুল হক জানান, মিড ডে মিলের চালের লোভেই গরুমারা থেকে হাতি বেরিয়ে হামলা চালায়।

বাঘের হানায়

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সুন্দরবনের গোসাবার পীরখালির। পুলিশ জানিয়েছে শেখর বিশ্বাস (৩০) নামে ওই যুবকের বাড়ি গোসাবার বালির ৯ নম্বর গ্রামে। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, বুধবার বাকি দুই সঙ্গীকে নিয়ে শেখর গিয়েছিলেন কাঁকড়া ধরতে। নদীতে জাল পাতার সময়ে পীরখালি-২ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে শেখরবাবুকে আক্রমণ করে। বাঘটি তাঁকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেখরের দুই সঙ্গী লাঠি-বৈঠা দিয়ে বাঘকে পিটিয়ে তাড়ান।

সর্পাঘাতে মৃত্যু

সর্পাঘাতে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম রেবিনা বিবি (৩৭)। বাড়ি নলহাটি থানার নগড়া গ্রামে। বুধবার রাতে বিছানায় শুয়ে থাকার সময় তাঁকে সাপে কাটে। ঘটনার রাতেই রেবিনাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরের দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সর্পদষ্ট হয়ে তরুণীর মৃত্যু

সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর। বুধবার রাতে পুড়শুড়ার ঘোলদিঘরুই গ্রামের বাসিন্দা সপ্তমী বেরা (১৭) নামে ওই তরুণী ঘুমের মধ্যেই সর্পদষ্ট হন। পুলিশ জানায়, ওই তরুণীকে রাতেই আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE