হাতির পায়ে মৃত্যু কাঠমিস্ত্রির
জঙ্গলের পথে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে মেটেলি থানার গরুমারা জাতীয় উদ্যানের ভেতরে ৩১নম্বর জাতীয় সড়কে। মৃত প্রদীপ শমার্র (৪৫) বাড়ি মেটেলি থানার মঙ্গলবাড়িতে। এলাকাতেই আসবাবের দোকান পেশায় কাঠমিস্ত্রী প্রদীপবাবুর। এ দিন দুপুরে পুতুল ঠাকুর নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে লাটাগুড়ি যাচ্ছিলেন তিনি। গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার এবং মহাকালধামের মাঝখানে গভীর জঙ্গলের ভেতরে একটি বাঁকের মধ্যে দুটি হাতি জাতীয় সড়ক পার হচ্ছিল। প্রথম হাতিটি পেরিয়ে যাবার সময় প্রদীপ বাবু দাঁড়িয়ে পড়লেও দ্বিতীয় হাতিটিকে খেয়াল না করেই তিনি ফের মোটরবাইক চালাতে শুরু করেন। তখনই ঘটে বিপত্তি। আচমকা হাতির সামনে পড়ে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। পুতুলবাবু পালিয়ে প্রাণ বাঁচালেও, হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ শর্মার।
সর্পদষ্টের মৃত্যু
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। সুকুমারি মণ্ডল (২১) নামে ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে। হরিহরপাড়া এলাকার বাসিন্দা ওই মহিলাকে বৃহস্পতিবার রাতে সাপে ছোবল মারে। তারপর তাঁকে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা ঝাড়ফুঁক করে ওঝা জানিয়ে দেন, কাজ হচ্ছে না। হাসপাতালে নিয়ে যেতে হবে। শুক্রবার সকাল ৮ টার পরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই বধূকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক মণ্ডল বলেন, “ওঝার কাছে অহেতুক সময় নষ্ট করে হাসপাতালে নিয়ে এলে ওই মহিলাকে বাঁচানো যেত।”
সেই সাপ জ্যান্ত...
চন্দ্রবোড়া। নিউ টাউন থেকে উদ্ধার করা হয়। শনিবার। ছবি: শৌভিক দে।
সজাগ ‘চালক’। বাগবাজারে। ছবি: শুভাশিস ভট্টাচার্য