মৃত তিন বাঘের ছানা
সংবাদ সংস্থা • ইনদওর
ইনদওরের এক চিড়িয়াখানায় গত শুক্রবার চারটি ছানার জন্ম দিয়েছিল একটি সাদা বাঘিনি ও একটি রয়্যাল বেঙ্গল বাঘ। জন্মের পরেই মারা যায় একটি ছানা। আর রবিবার মৃত্যু হল আরও দু’জনের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, জন্মের পর বাঘিনি ভুল ভাবে ছানাগুলিকে মুখ দিয়ে ধরেছিল। তার দাঁত লেগে জখম হয় ছানাগুলি। যে বাচ্চাটি বেঁচে আছে, সে-ও গলায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি।
কাজিরাঙায় বিশেষ গন্ডার সুরক্ষা বাহিনী
কাজিরাঙায় বিশেষ গন্ডার সুরক্ষা বাহিনী গড়তে চায় মোদী সরকার। সে জন্য কেন্দ্রীয় তহবিল থেকে সাহায্যও দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় যুবকদের নিয়ে ‘ফ্রেন্ডস অব রাইনো মুভমেন্ট’ শুরু এবং বনরক্ষীদের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হবে। গত কাল গুয়াহাটিতে এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রকাশ জাভড়েকর। মন্ত্রী বলেন, ‘‘শিকার বন্ধে আমরা কঠোর পদক্ষেপ করব। গন্ডার চোরাশিকারের দু’টি মামলা এখন সিবিআইয়ের হাতে রয়েছে। আরও তদন্তের দায়িত্ব ওই সংস্থার হাতে দিতে চাই।” তিনি আরও জানান, কাজিরাঙার মধ্যে দিয়ে যাওয়া ৩৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় ৬টি ‘প্রাণী করিডর’-এ উড়ালপুল তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
চায়ে চুমুক। শান্তিপুরে।
জালবন্দি। জলপাইগুড়িতে।