Advertisement
E-Paper

টুকরো খবর

হাতির হামলায় জখম হলেন পাঁচজন। মঙ্গলবার রাতে বেলিয়াতোড় রেঞ্জের পুরুষোত্তমপুর ও শ্রীকৃষ্ণপুর গ্রামে হাতির দল হামলা চালায়। পুরুষোত্তমপুরে ধানখেতে মাচা বানিয়ে হুলা নিয়ে পাহারা দিচ্ছিলেন গ্রামেরই কিছু লোকজন। রাতে প্রায় আটটি হাতি সেখানে হামলা চালালে মাচা ভেঙে পড়ে জখম হন চার জন।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮

মাচা ভাঙল হাতি, আহত ৫

নিজস্ব সংবাদদাতা • বেলিয়াতোড়

হাতির হামলায় জখম হলেন পাঁচজন। মঙ্গলবার রাতে বেলিয়াতোড় রেঞ্জের পুরুষোত্তমপুর ও শ্রীকৃষ্ণপুর গ্রামে হাতির দল হামলা চালায়। পুরুষোত্তমপুরে ধানখেতে মাচা বানিয়ে হুলা নিয়ে পাহারা দিচ্ছিলেন গ্রামেরই কিছু লোকজন। রাতে প্রায় আটটি হাতি সেখানে হামলা চালালে মাচা ভেঙে পড়ে জখম হন চার জন। তাঁরা হলেন পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা বাবলু বাউরি, রঞ্জিত বাউরি, কৃষ্ণধন বাউরি ও কানাই বাউরি। তাঁদের উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে বাবলুকে প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়। শ্রীকৃষ্ণপুরে আশিস ভুঁই নামে একজন হাতির হামলায় আহত হন।

কাছিম উদ্ধার, ধৃত ১

কলকাতা ও তার লাগোয়া এলাকায় ক্রমান্বয়ে বাড়ছে বেআইনি ভাবে পশু-পাখি বিক্রি। খবর পেলেই বনকর্মীরা অভিযান চালাচ্ছেন শহর ও আশপাশের বিভিন্ন বাজারে। সে তালিকায় শেষ সংযোজন বানতলা লাগোয়া বামনঘাটা বাজার। সেখান থেকে সম্প্রতি উদ্ধার হয়েছে দু’টি গাঙ্গেয় কাছিম (গ্যানজেটিক সফ্ট শিল্ড টার্টেল)। এক যুবক গ্রেফতারও হয়েছে বলে জানান উপ-বনপাল এস কুনল ডাইভল। বন্যপ্রাণ দফতরের রেঞ্জ অফিসার বিশ্বনাথ সেনগুপ্তের নেতৃত্বে উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে অভিযান চালিয়েও টিয়া, বুলবুল, বসন্তবৌরী-সহ উদ্ধার হয়েছে ১৮টি বিভিন্ন প্রজাতির পাখি।

হাতিদের জন্ম নিয়ন্ত্রণ নয়: কোর্ট

উত্তরবঙ্গে হস্তিকুলের বাড়বাড়ন্ত দেখে তাদের জন্ম নিয়ন্ত্রণের কথা ভেবেছিল বন দফতর। জানতে পেরে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এ ধরনের প্রচেষ্টা অনুমোদনযোগ্য নয়। দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে হাতিদের নিরাপত্তা সংক্রান্ত একটি মামলায় রাজ্যের বন দফতরের এই ‘তৎপরতা’র কথা জানতে পারা মাত্র তা নাকচ করে বিচারপতি দীপক মিশ্র এবং বিক্রমজিত সেনের ডিভিশন বেঞ্চ। তাঁদের নির্দেশ,শুধু হাতি নয়, কোনও বন্যপ্রাণীর উপরেই জন্মনিয়ন্ত্রক প্রয়োগ করা যাবে না। তা শুনে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আপাতত ওই পরিকল্পনা স্থগিত রাখা হচ্ছে।” ২৩ সেপ্টেম্বর ওই মামলার শুনানি হবে, জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

আকাশ পথে।

নবজাতক। স্থানীয় আড্ডা গ্রাম থেকে আটটি ডিম সংগ্রহ করে কৃত্রিম উপায়ে ফোটানোর ব্যবস্থা করেন
সিউড়ির দীনবন্ধু বিশ্বাস। পরে বন দফতরের হাতে তুলে দেন তিনি। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy