Advertisement
২৩ এপ্রিল ২০২৪

প্রশান্ত মহাসাগরের অতলে হদিশ নতুন প্রজাতির অক্টোপাসের

একেবারে নতুন একটি প্রজাতির অক্টোপাসের হদিশ মিলল প্রশান্ত মহাসাগরের অতলে। অক্টোপাস যখন, তখন তার আটটা শুঁড় তো রয়েছেই, হাবভাব-চালচলনেও সে একেবারেই ‘ভুতুড়ে’! নেকার আইল্যান্ডের কাছে, প্রশান্ত মহাসাগরের আড়াই মাইল বা চার কিলোমিটার নীচে এই প্রথম সন্ধান পাওয়া গেল এই প্রজাতির অক্টোপাসের। যার একটি নামও দেওয়া হয়েছে। ‘ক্যাসপার’। এই নতুন প্রজাতির অক্টোপাসের কোনও পাখনা নেই।

এই সেই সদ্য আবিষ্কৃত অক্টোপাস। ক্যাসপার।

এই সেই সদ্য আবিষ্কৃত অক্টোপাস। ক্যাসপার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১১:১০
Share: Save:

একেবারে নতুন একটি প্রজাতির অক্টোপাসের হদিশ মিলল প্রশান্ত মহাসাগরের অতলে।

অক্টোপাস যখন, তখন তার আটটা শুঁড় তো রয়েছেই, হাবভাব-চালচলনেও সে একেবারেই ‘ভুতুড়ে’!

নেকার আইল্যান্ডের কাছে, প্রশান্ত মহাসাগরের আড়াই মাইল বা চার কিলোমিটার নীচে এই প্রথম সন্ধান পাওয়া গেল এই প্রজাতির অক্টোপাসের। যার একটি নামও দেওয়া হয়েছে। ‘ক্যাসপার’। এই নতুন প্রজাতির অক্টোপাসের কোনও পাখনা নেই।

আরও পড়ুন- ধাক্কা খেলেন আইনস্টাইন, বিচ্ছেদের পরেও প্রেমে মজে থাকে কণারা!

যে সব প্রজাতির অক্টোপাসের পাখনা রয়েছে, এত দিন শুধু তাদেরই হদিশ পাওয়া যেত প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের গভীর অতলে। যাদের ‘ডাম্বো’ বলা হয়। আর যাদের পাখনা নেই, সেই সব অক্টোপাসের দেখা মিলত অনেকটা ওপরে। কিন্তু, এ বার প্রশান্ত মহাসাগরের গভীর অতলেও এই পাখনা-হীন অক্টোপাস ‘ক্যাসপার’-এর দেখা মিলল। ‘ন্যাশনাল ওশ্‌নিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ বা ‘নোয়া’)-র বিজ্ঞানীরা জানিয়েছেন, এটা একেবারেই বিরল ঘটনা।

দেখুন ভিডিও

তবে এই অক্টোপাসগুলির শরীরে ‘পিগমেন্ট কোষে’র সংখ্যা তুলনায় কম বলে এরা অন্য অক্টোপাসের মতো যখন তখন তাদের রং বদলাতে পারে না। শরীরটা তাদের লালচে-বাদামি রঙের হয়। যার ওপরটা ঢাকা থাকে সাদা চামড়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

new species octopus discovered necker island
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE