ঋতুচক্রে রজঃস্রাবের সময় এক মহিলার দু’চোখ থেকে গলগল করে রক্তের ধারা নেমে আসতে দেখা গিয়েছে। এই বিরল ঘটনার কথা জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা পত্রিকা ‘বিএমজে কেস রিপোর্টস’-এ সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র।
গবেষকরা জানিয়েছেন, রজঃস্রাবের সময় দু’চোখ বেয়ে রক্তের ধারা গলগল করে নেমে আসায় ২৫ বছর বয়সি ওই মহিলা ছুটে যান ব্রিটেনের একটি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন, মহিলার ২টি চোখই স্বাভাবিক। তাতে কোনও আঘাত লাগেনি। দু’চোখ বেয়ে রক্তের ধারা নামার সময় মহিলার মাথাব্যথা করেনি। কোনও ঝিমুনি বা শারীরিক অসুস্থতারও লক্ষণ দেখা যায়নি তাঁর মধ্যে। মহিলার সাইনাস ঘটিত কোনও সমস্যা বা অশ্রুগ্রন্থি বা অশ্রুনালীর সমস্যাও চিকিৎসকদের চোখে পড়েনি। মহিলা চিকিৎসকদের জানান, পর পর ২ মাসে রজঃস্রাবের সময় তাঁর এই ঘটনা ঘটল। গবেষকরা লিখেছেন, ‘‘এটি বিরল ঘটনা। এমন ঘটনার কথা আগে জানা যায়নি।’’
গবেষকরা জানাচ্ছেন মহিলার দু’চোখ বেয়ে রক্তের ধারা নেমে আসার প্রধান কারণ হতে পারে রজঃস্রাবই।