Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

জয়পুর ছেড়ে এ বার বিষ্ণুপুরে দ্বারকেশ্বর নদের ধারের দমদমা ও আঁচবাড়ি গ্রামে ঢুকে হামলা চালাল দলমার হাতির পাল। তাদের তাণ্ডবে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন ওই বাড়ির ভিতরে শুয়ে থাকা লোকজন। ক্ষতিগ্রস্ত হল দুই গ্রামের বেশ কয়েক বিঘা বোরো ধানের খেত। গ্রামবাসীরা জানান, সোমবার রাত বারোটা নাগাদ প্রায় ২০টি হাতির একটি দল ধানের জমি তছনছ করে একটি বাড়ির দেয়াল গুঁতো মেরে ভেঙে দেয়।

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৪ ০২:০৬
Share: Save:

বিষ্ণুপুরে হানা হাতির পালের

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

জয়পুর ছেড়ে এ বার বিষ্ণুপুরে দ্বারকেশ্বর নদের ধারের দমদমা ও আঁচবাড়ি গ্রামে ঢুকে হামলা চালাল দলমার হাতির পাল। তাদের তাণ্ডবে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন ওই বাড়ির ভিতরে শুয়ে থাকা লোকজন। ক্ষতিগ্রস্ত হল দুই গ্রামের বেশ কয়েক বিঘা বোরো ধানের খেত। গ্রামবাসীরা জানান, সোমবার রাত বারোটা নাগাদ প্রায় ২০টি হাতির একটি দল ধানের জমি তছনছ করে একটি বাড়ির দেয়াল গুঁতো মেরে ভেঙে দেয়। আতঙ্কে বাড়ির ভিতরে থাকা লোকজন কান্নাকাটি, চেঁচামেচি শুরু করেন। এলাকাবাসীর অভিযোগ, বনকর্মীদের দেখা মেলেনি। তাঁরাই বিপদের আশঙ্কা নিয়ে হাতির দলকে তাড়িয়েছেন। মঙ্গলবার সকালে নিজের ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আঁচবাড়ি গ্রামের অরুণ বারিক বলেন, “ভাগ্যিস দেওয়ালটা ঘরের বাইরে দিকে পড়েছিল। ভিতরে পড়লে আমার পরিবারের সবাই চাপা পড়তাম। বরাত জোরে বেঁচে গেছি। আমার উঠোনের মড়াইয়ের সব ধানও খেয়েছে হাতিরা।” দমদমা গ্রামের ক্ষতিগ্রস্ত চাষি খাঁদু লোহার, স্বপন লোহাররা বলেন, “রাতেই আমাদের বিঘের পর বিঘে বোরো ধানের জমি নষ্ট করে দিয়েছে ওই হাতির দল।” বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা বলেন, “ওই হাতির পালটিকে সরানোর চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের আবেদন জানাতে বলেছি। সরকারি নিয়মমতো তাঁরা ক্ষতিপূরণ পাবেন।”

গণ্ডার সুমারি

আজ, বুধবার থেকে গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার সুমারি শুরু হচ্ছে। গরুমারা ও সংলগ্ন চাপড়ামারির ৯০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুমারি হবে। দু’দিন ধরে এই সুমারির কারণে পর্যটকের জন্যে গরুমারা বন্ধ রাখা। বনকর্মী এবং পরিবেশপ্রেমী মিলে ২৫০ জন রয়েছেন। ২০১২ সালে ৪৩টি গন্ডারের সন্ধান মিলেছিল। এ বার সংখ্যাটা ৫০ পেরোবে বলে বনকর্তাদের আশা। চালুর দাবিও জানিয়েছেন।

মধুর খোঁজে। মেদিনীপুরে তোলা নিজস্ব চিত্র।

মাছ-শিকারি। ময়নাগুড়িতে দীপঙ্কর ঘটকের তোলা তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE