Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Badminton

বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল

পিভি সিন্ধুর উত্থানের আগে সাইনাই ছিলেন ভারতের ব্যাডমিন্টনের অন্যতম মুখ। ২৪টি আন্তর্জাতিক খেতাব জেতেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পরে সাইনা।

বিজেপিতে যোগ দেওয়ার পরে সাইনা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৩:০১
Share: Save:

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চমক দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপি-তে যোগ দিলেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তিনি। সাইনার সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বোন চন্দ্রাংশুও।

বিজেপি-তে যোগ দেওয়ার পরে সাইনা বলেন, ‘‘দেশের হয়ে আমি পদক জিতেছি। আমি নিজে খুব পরিশ্রম করি। যাঁরা পরিশ্রমী, আমি তাঁদের পছন্দ করি। নরেন্দ্র স্যরকে দেখে আমি অনুপ্রাণিত হই। দেশের জন্য অনেক কিছু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমিও দেশের জন্য কিছু করতে চাই। ’’

পিভি সিন্ধুর উত্থানের আগে সাইনাই ছিলেন ভারতের ব্যাডমিন্টনের অন্যতম মুখ। ২৪টি আন্তর্জাতিক খেতাব জেতেন তিনি। ২০০৯ সালে বিশ্বের দুই নম্বর হন সাইনা।

২০১৫ সালে নিজের কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছন তিনি। বিশ্বের একনম্বর খেলোয়াড় হন সাইনা। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। রাজীব খেলরত্ন পুরস্কার প্রাপ্ত সাইনা চোট আঘাতের জন্য কোর্ট থেকে ছিটকে গিয়েছিলেন একাধিকবার। অস্ত্রোপচারের পরে প্রতিবারই ফিরে আসেন এই তারকা খেলোয়াড়।

আরও পড়ুন: ফাঁসি হচ্ছেই, মুকেশের শেষ আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিশেষজ্ঞরা বলছেন, এখনও কয়েক বছর ব্যাডমিন্টন কোর্ট কাঁপাতে পারেন সাইনা। তাঁর আগে অনেক ক্রীড়াবিদই সক্রিয় রাজনীতিত পা রেখেছেন। গত বছর দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, প্রাক্তন কুস্তিগীর ববিতা ফোগত, যোগেশ্বর দত্ত বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এ বার সাইনাও পা রাখলেন রাজনীতিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saina Nehwal BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE