Advertisement
১১ মে ২০২৪

জেটলি-পুত্রকে চিঠি, মামলার হুমকি বেদীর

যদি দ্রুত ফিরোজ শা কোটলার দর্শকাসন থেকে তাঁর নাম না সরানো হয়, তাহলে আদালতের শরণাপন্ন হবেন।

মামলার হুমকি দিলেন বেদী। ছবি পিটিআই

মামলার হুমকি দিলেন বেদী। ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:১৮
Share: Save:

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন বিষেণ সিংহ বেদী। প্রাক্তন ভারতীয় স্পিনার এক চিঠিতে লিখেছেন, যদি দ্রুত ফিরোজ শা কোটলার দর্শকাসন থেকে তাঁর নাম না সরানো হয়, তাহলে আদালতের শরণাপন্ন হবেন।

ডিডিসিএ প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত হয়েছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে রোহন। তারপরেই তিনি স্টেডিয়ামের বাইরে বাবার একটি মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর তীব্র বিরোধিতা করে গত বুধবারই রোহনকে চিঠি লিখেছিলেন বেদী।

কিন্তু গত কয়েকদিনে তাঁর উত্তর না আসায় ক্ষুব্ধ বেদী ফের রোহনকে একহাত নিয়েছেন। লিখেছেন, ‘‘আপনাকে চিঠি লেখার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। চিঠি জনসমক্ষে আসার পরেই গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের থেকে আমি সমর্থন পেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে আপনার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।’’

আরও খবর: শুভমনের জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য, মত ম্যাকগ্রার

আরও খবর: চেলসির বিরুদ্ধে বড় জয় আর্সেনালের, জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও

বেদীর সংযোজন, ‘‘আশা করি আমাদের দেশে মানুষ কীসের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে সেটা ঠিক করার অধিকার তাঁদের রয়েছে। তাই দয়া করে আমাকে আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।’’

রোহনের নীরবতাকে অবর্ণনীয় আখ্যা দিয়েছেন বেদী। আরও লিখেছেন, ‘‘আশা করি একজন প্রাক্তন ক্রিকেটারকে উত্তর দেওয়ার মতো সময় আপনার রয়েছে। আমি আপনার থেকে কোনও সাহায্য চাইছি না। বরং নিজের সম্মান যাতে বজায় রাখতে পারি সেটাই চাইছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE