Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

অস্ট্রেলিয়া কী ভাবে এক নম্বর? র‌্যাঙ্কিং সিস্টেমকে তীব্র কটাক্ষ গৌতম গম্ভীরের

টানা ৪২ মাস টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। এই মাসের শুরুতে আইসিসি-র ক্রমতালিকায় শীর্যস্থান হারায় ভারত।

আইসিসি-র ক্রমতালিকা নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর।— ফাইল চিত্র।

আইসিসি-র ক্রমতালিকা নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর।— ফাইল চিত্র।

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০২০ ১২:৪৮
Share: Save:

আইসিসি-র র‌্যাঙ্কিং সিস্টেমকে বিঁধলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে তালিকা প্রকাশ করেছে, তাতে ভারত নেমে গিয়েছে তিন নম্বরে। শীর্ষে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।

আর এই র‌্যাঙ্কিংয়ে রীতিমতো অবাক গম্ভীর। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, ‘‘কোন দিক থেকে অস্ট্রেলিয়া এক নম্বর? দেশে ও দেশের বাইরে ভারতই সব থেকে কঠিন দল। দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডে জিতেছে। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও জিতেছে। অনেক দেশই কিন্তু এ ভাবে দেশের বাইরে গিয়ে জিততে পারেনি।’’

টানা ৪২ মাস টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। এই মাসের শুরুতে আইসিসি-র ক্রমতালিকায় শীর্যস্থান হারায় ভারত। গম্ভীর বলছেন, ‘‘আমি পয়েন্ট ও র‌্যাঙ্কিং সিস্টেমে বিশ্বাসী নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই যেমন। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলেও যা পয়েন্ট ঘরে জিতলেও একই পয়েন্ট! এ রকম হয় নাকি?’’

আরও বলুন: কোহালির দলে ‘কমপ্লিট প্যাকেজ’ নেই, ফিল্ডিং নিয়ে মত অসন্তুষ্ট কইফের​

গম্ভীর বলছেন, ‘‘আমার মতে, ভারতই এক নম্বর টেস্ট দল। অস্ট্রেলিয়া এক নম্বর দল, এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়া তো ঘরের বাইরে খুবই খারপ পারফর্ম করেছে। বিশেষ করে উপমহাদেশে তো খুবই খারাপ খেলেছে অস্ট্রেলিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gautam Gambhir ICC Test Ranking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE