Advertisement
২৩ এপ্রিল ২০২৪
হকি

প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

তিনবার বিশ্বকাপে খেলেছেন কিন্ডো। ফাইল ছবি

তিনবার বিশ্বকাপে খেলেছেন কিন্ডো। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
ভুবনেশ্বর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:২১
Share: Save:

প্রয়াত হলেন কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো। দীর্ঘ রোগভোদের পর বৃহস্পতিবার তিনি ওডিশার রউরকেল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এই ডিফেন্ডার ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলেও ছিলেন। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেটাই ছিল বিশ্বকাপে ভারতের প্রথম সোনা।

তাঁর পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন কিন্ডো। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে। উপজাতি সম্প্রদায়ের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ভারতীয় হকি দলে সুযোগ পান।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে হকি ইন্ডিয়া। শোকবার্তায় তারা লিখেছে, ‘‘প্রাক্তন হকি খেলোয়াড় মাইকেল কিন্ডোর প্রয়ানে আমরা শোকাহত। ওঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’’

আরও খবর: সাইনার শুভেচ্ছা বার্তা বছর শুরুর আগেই

আরও খবর: করোনার প্রকোপ বাড়লেও স্থগিত হবে না ইপিএল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE