Advertisement
১৮ এপ্রিল ২০২৪
ICC World Cup 2019

ইনজির দাবি ওড়ালেন রায়না, ভারত-পাক ম্যাচের আগেই শুরু কথার লড়াই

বিশ্বকাপের আগেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক বলেছিলেন, এ বারের বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান। কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিলেন সুরেশ রায়না।

ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু কথার লড়াই। ছবি: রয়টার্স

ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু কথার লড়াই। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ১৪:৪৬
Share: Save:

বিশ্বকাপের আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক বলেছিলেন, এ বারের বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান। কিন্তু সেই দাবি উড়িয়ে দিলেন সুরেশ রায়না।

বিশ্বকাপ শুরুর দিনকয়েক আগে ইনজামাম বলেন, এবারের বিশ্বকাপে ইতিহাসের চাকা ঘোরাবে পাকিস্তান। ইনজি মনে করছেন, এ বার সরফরাজের নেতৃত্বে পাকিস্তান শেষ হাসি হাসবে ভারতের বিরুদ্ধে। এখনও পর্যন্ত বিশ্বকাপে ছ’ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। এক বারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

ইনজামামের সেই দাবি নস্যাৎ করে রায়না বলেন, ‘‘এই বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জিততে কোনও সমস্যা হবে না। অবশ্য ভারত এখনই পাক-ম্যাচ নিয়ে ভাবছে না। কারণ পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের তিনটি ম্যাচ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচগুলো যদি ভারত জেতে, তা হলে এবারও ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় অধরাই থাকবে। আর ভারত যদি এই ম্যাচগুলোতে হারে তবেই পাকিস্তানের বিরুদ্ধে চাপ নিয়ে খেলবে কোহালিরা।’’

আরও খবর: পর পর ম্যাচ জিতে ফুটছে বাংলাদেশ, প্রতিপক্ষ প্রথম ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং। মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় সরফরাজের দল। দেশে পাক দল নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটার সমালোচনা শুরু করে দিয়েছেন সোশ্যাল সাইটে। তাঁর মতোই অধিকাংশ প্রাক্তন ক্রিকেটার দলের এই হতশ্রী পারফরম্যান্সে হতাশ। চলতি মাসের ১৬ তারিখ ম্যানচেস্টারে মুখোমুখি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের বল গড়ানোর আগেই শুরু হয়ে গেল কথার যুদ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE