Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Diego Maradona

ফুটবল রাজপুত্রকে সম্মান নাপোলির, মারাদোনার নামে স্টেডিয়ামের নামকরণ

২৫ নভেম্বর মারাদোনা প্রয়াত হওয়ার খবর পাওয়ার অব্যবহিত পরেই নেপলসের মেয়র লুইগি ডি ম্যাজিস্ত্রিস স্টেডিয়ামের নাম বদলের প্রস্তাব জানিয়েছিলেন। সেই প্রস্তাব সিটি কাউন্সিল মঞ্জুর করে।

নাপোলির জার্সিতে মারাদোনা। -ফাইল চিত্র।

নাপোলির জার্সিতে মারাদোনা। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নেপলস শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৬:৪২
Share: Save:

কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে এ বার তাঁর নামেই স্টেডিয়ামের নাম রাখল নাপোলি। স্তাদিও সান পাওলোর নাম পরিবর্তন করার ব্যাপারে আলোচনা হয়েছিল ফুটবল রাজপুত্রের প্রয়াণের ঠিক পরেই। মারাদোনা প্রয়াত হওয়ার এক সপ্তাহের মধ্যেই স্টেডিয়ামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলল নেপলস। সর্বসম্মতিক্রমে নেপলস সিটি কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।

২৫ নভেম্বর মারাদোনা প্রয়াত হওয়ার খবর পাওয়ার অব্যবহিত পরেই নেপলসের মেয়র লুইগি ডি ম্যাজিস্ত্রিস স্টেডিয়ামের নাম বদলের প্রস্তাব জানিয়েছিলেন। সেই প্রস্তাব সিটি কাউন্সিল মঞ্জুর করে।

১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত নাপোলিতে খেলেন মারাদোনা। তাঁর সময়ে দু' বার সিরি আ খেতাব জিতেছিল নাপোলি। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের নামে স্টেডিয়ামের নামকরণ করার পরে কাউন্সিলের তরফে জানানো হয়েছে, “সাত বছর নাপোলির জার্সি পরে খেলেছেন মারাদোনা। দুটি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ এবং অন্যান্য টুর্নামেন্টে নাপোলিকে চ্যাম্পিয়ন করাতে সাহায্য করেছেন। তার বিনিময়ে শহরের কাছ থেকে নিঃশর্ত ভালবাসা আদায় করে নিয়েছেন।”

আরও পড়ুন: ‘নটরাজনের উত্থানে দলে জায়গা পাওয়া কঠিন হবে শামির’

পুরো নাপোলি শহরটাই মারাদোনাকে আপন করে নিয়েছিল। দুর্বলের পক্ষ নিতেন তিনি। নাপোলির মানুষ বৈষম্যের শিকার হতেন। তাঁদের হয়ে লড়তেন। এ ভাবেই গোটা শহরের মন জিতে নিয়েছিলেন আর্জেন্তিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী। তিনি চলে গেলেও নেপলসের শ্বাসপ্রশ্বাসে রয়ে গিয়েছেন মারাদোনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Maradona Napoli Stadium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE