Advertisement
২০ এপ্রিল ২০২৪

লিগ নিয়ে আর বেশি ভাবতে চান না পেপ

ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার জানিয়েছেন, এ বার শেষ পর্যন্ত তাঁর দল লিগ জিততে না পারলে তিনি অন্তত আফসোস করবেন না।

গুয়ার্দিওলা। ফাইল চিত্র

গুয়ার্দিওলা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৫:৫২
Share: Save:

পয়েন্ট টেবিলে তাঁর দল এই মুহূর্তে রয়েছে এক নম্বরে (২৯ ম্যাচে ৭১ পয়েন্ট)। খেতাবি দৌড়ের শেষ ধাপে পৌঁছে ফুটবলারদের উপর থেকে চাপ কমাতে নতুন বার্তা দিলেন পেপ গুয়ার্দিওলা।

ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার জানিয়েছেন, এ বার শেষ পর্যন্ত তাঁর দল লিগ জিততে না পারলে তিনি অন্তত আফসোস করবেন না। পেপ বলেছেন, ‘‘আমার দল এখনও পর্যন্ত যে চিত্তাকর্ষক ফুটবল উপহার দিয়েছে, তাতে আমি সব চেয়ে বেশি তৃপ্তি পেয়েছি। গত বারের চেয়ে এ বার ম্যান সিটির ফুটবলের স্টাইলটা অনেক বেশি আক্রমণাত্মক এবং পরিণত হয়েছে।’’ যোগ করেন, ‘‘এর পরে যদি আমার দল ইপিএল না জিততে পারে, ম্যানেজার হিসাবে আমার মনে কোনও আক্ষেপ থাকবে না। সেটা আমি ফুটবলারদেরও বলে দিয়েছি। ঠান্ডা মাথায় ওদের ফুটবলকে উপভোগ করতে বলেছি।’’

শেষ ম্যাচে লিভারপুল আটকে যায় এভার্টনের কাছে। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে য়ুর্গেন ক্লপের দল রয়েছে দু’নম্বরে। কিন্তু পেপ অঙ্কের হিসেব নিয়ে মাথাই ঘামাতে চাইছেন না। তিনি বলেছেন, ‘‘এই অবস্থায় দাঁড়িয়ে কী করণীয়, সেটা আমার দলের প্রত্যেক ফুটবলার খুব ভাল জানে। ওরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। ফলে যদি বাকি ম্যাচগুলো জিততে পারি, খুবই আনন্দ পাব। হেরে গেলেও যন্ত্রণা থাকবে না। লিগ নিয়ে বেশি ভাবতে চাই না।’’

কিন্তু খেতাবি দৌড়ের শেষ ল্যাপে পৌঁছে পেপ এতটা দার্শনিকসুলভ মনোভাবে কেন বিশ্বাস রাখছেন? ম্যান সিটি ম্যানেজার বলেছেন, ‘‘আমরা সকলেই এমন একটা সমাজে বাস করি, যেখানে জয়ীদের সব চেয়ে বেশি সম্মান দেওয়া হয়। বাকিদের দেখা হয় পরাজিতের নজরে। কিন্তু এই দলের ফুটবলারদের মান যে কতটা উচ্চ পর্যায়ের তা বলে বোঝানো অসম্ভব। সেখানে সাফল্য পাওয়া অথবা না পাওয়ার বিষয়টা গৌণ।’’ আরও বলেছেন, ‘‘আগুয়েরো, কেভিন দ্য ব্রুইন, লেরয় সানের মতো ফুটবলারদের সঙ্গে প্রত্যেক দিন কাজ করাটাই আমার কাছে গর্বের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Manchester City British League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE