Advertisement
২৫ এপ্রিল ২০২৪
খোশমেজাজে বীরুষ্কা

শরীর বুঝে খেলতে হবে আইপিএল, বলছেন বিরাট

গত কয়েক দিন ধরেই ক্রিকেট মহলে জল্পনা ছিল, বিশ্বকাপের আগে আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের বাড়তি পরিশ্রম কমানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হতে পারে। রবিবার বেঙ্গালুরুতে আইপিএলে তাঁর দল আরসিবির অ্যাপ উদ্বোধনে এসে বিরাট বলে দদেন, ‘‘সব কিছুকে নিয়মের মধ্যে আটকে রাখা যায় না।’’

স্নেহ: আইপিএল প্রস্তুতিতে নামার আগে বিরাট কোহালির সারমেয় প্রেম। সঙ্গী স্ত্রী অনুষ্কা। রবিবার। টুইটার

স্নেহ: আইপিএল প্রস্তুতিতে নামার আগে বিরাট কোহালির সারমেয় প্রেম। সঙ্গী স্ত্রী অনুষ্কা। রবিবার। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৪:৪৪
Share: Save:

বিশ্বকাপগামী সম্ভাব্য ক্রিকেটারদের উপর বাড়তি চাপ কমাতে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির কাছেই কোনও নির্দেশ আসেনি। জানিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। একই সঙ্গে ভারত অধিনায়ক নিশ্চিত, বিশ্বকাপের আগে কী ভাবে বাড়তি পরিশ্রমের মোকাবিলা করতে হবে সে ব্যাপারে তাঁর সতীর্থরা যথেষ্ট দক্ষ।

গত কয়েক দিন ধরেই ক্রিকেট মহলে জল্পনা ছিল, বিশ্বকাপের আগে আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের বাড়তি পরিশ্রম কমানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হতে পারে। রবিবার বেঙ্গালুরুতে আইপিএলে তাঁর দল আরসিবির অ্যাপ উদ্বোধনে এসে বিরাট বলে দদেন, ‘‘সব কিছুকে নিয়মের মধ্যে আটকে রাখা যায় না।’’

কোহালি আরও বলেন, ‘‘আমি হয়তো ১০, ১২ বা ১৫টি ম্যাচ খেলতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে, অন্য ভারতীয় ক্রিকেটাররাও একই সংখ্যক ম্যাচ খেলবেন। আমার শরীরের সক্ষমতা বুঝে ম্যাচ খেলার ও বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমাকেই।’’ বিরাট আরও বলেন, অন্য কারও শারীরিক সক্ষমতা আমার চেয়ে বেশি বা কম ম্যাচ খেলতে দক্ষ। এটা অত্যন্ত ব্যক্তিগত একটা ব্যাপার। আর বিশ্বকাপ খেলতে প্রত্যেকেই চাই। তাই সতীর্থরা খেলা ও বিশ্রাম নেওয়ার ব্যাপারে বেশ দক্ষ। ওরা জানে কী ভাবে নিজেদের ফিটনেস, ম্যাচ খেলা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখতে হয়।’’

ভারত অধিনায়কের পাশাপাশি মুখ খুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের যুগ্ম কোচ আশিস নেহরাও। তাঁর মতে বিশ্বকাপের আগে আইপিএল খেলায় সুবিধা হবে ভারতীয় খেলোয়াড়দের। নেহরা বলেন, ‘‘কেউ যদি বিরাট কোহালিকে বলেন আইপিএল খেলার দরকার নেই। তার বদলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য তৈরি হও। আমার মতে, সেটা সঠিক রাস্তা নয়।’’ যোগ করেন, ‘‘আইপিএলে যাঁরা খেলেন, তাঁদেরও চাপের মধ্য দিয়ে যেতে হয়। যা অনেকটাই আন্তর্জাতিক ক্রিকেটের মতোই। এই কারণেই দেশ-বিদেশের প্রথম সারির ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়। আমি যদি খেলতাম, তা হলে সেই ইয়র্কার বা গুড লেংথ বলগুলো আমি আইপিএলে পরখ করতাম। যা আমি বিশ্বকাপে করতে চাই।’’ নেহরা আরও বলেন, ‘‘আইপিএলের পরে তিন সপ্তাহ সময় পাওয়া যাবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে। কোনও খেলোয়াড়ের চোট না থাকলে এই সময়টা বিশ্রামের জন্য যথেষ্ট।’’

কোচ গ্যারি কার্স্টেন মনে করছেন, বিশ্বকাপের আগে আইপিএল একটা প্রস্তুতি মঞ্চ, ‘‘আইপিএল এত চাপের প্রতিযোগিতা যে এতে রপ্ত হয়ে থাকলে বিশ্বকাপে আরও তৈরি হয়ে নামতে পারবে ক্রিকেটাররা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE