Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আইপিএলে মাঠে ফেরা লক্ষ্য পৃথ্বীর

নিজের চোট নিয়ে পৃথ্বী বলেছেন, ‘‘প্রথম টেস্টের আগে সিডনিতে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম। অ্যাশ ভাই (আর অশ্বিন) বল করছিল। আমি ডিপ মিডউইকেটে দাঁড়িয়েছিলাম। ক্যাচ ধরার জন্য শূন্যে লাফাই। কিন্তু মাটিতে পড়ার সময় শরীরের পুরো ওজন পায়ের ওপর এসে পড়ে। গোড়ালি মচকে যায়।’’

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৪:৩০
Share: Save:

চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এ বার আইপিএলকে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান পৃথ্বী। ১৯ বছর বয়সি এই ক্রিকেটার সোমবার বলেছেন, ‘‘আইপিএলের আগেই আমি সুস্থ হয়ে যাব। গোড়ালির চোট ঠিক করার পাশাপাশি আমার শরীরের উপরের অংশও শক্তপোক্ত করার দিকে নজর দিচ্ছি।’’ যদি তিনি সুস্থ হয়ে ওঠেন এই আশায় পৃথ্বীকে প্রথম দিকে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল। পরে রিহ্যাবের জন্য দেশে পাঠানো হয়।

নিজের চোট নিয়ে পৃথ্বী বলেছেন, ‘‘প্রথম টেস্টের আগে সিডনিতে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম। অ্যাশ ভাই (আর অশ্বিন) বল করছিল। আমি ডিপ মিডউইকেটে দাঁড়িয়েছিলাম। ক্যাচ ধরার জন্য শূন্যে লাফাই। কিন্তু মাটিতে পড়ার সময় শরীরের পুরো ওজন পায়ের ওপর এসে পড়ে। গোড়ালি মচকে যায়।’’ পৃথ্বী জানাচ্ছেন, তাঁকে দ্বিতীয় টেস্টের আগে সুস্থ করার অনেক চেষ্টা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। তরুণ ওপেনারের মন্তব্য, ‘‘ওটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারও কিছু করার ছিল না।’’

ওই পরিস্থিতিতে দল যে তাঁর পাশে দাঁড়িয়েছিল, তা মনে করিয়ে দিচ্ছেন পৃথ্বী। বলেছেন, ‘‘চোট পাওয়ার পরে আমি হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু দলের সবাই পাশে ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Prithvi Shaw IPL 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE