Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rohit Sharma

টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ডের সামনে রোহিত

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ এর আগে দু’জন খেলেছেন। মহেন্দ্র সিংহ ধোনি খেলেছেন ৩০১ ম্যাচ। সুরেশ রায়না খেলেছেন ৩০০ ম্যাচ। এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড (৪৫১ ম্যাচ)।

ধোনি, রায়নার কৃতিত্বকে স্পর্শ করার হাতছানি রোহিতের সামনে। ছবি টুইটারের সৌজন্যে।

ধোনি, রায়নার কৃতিত্বকে স্পর্শ করার হাতছানি রোহিতের সামনে। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪২
Share: Save:

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের মালিক তিনিই। এহেন রোহিত শর্মা কুড়ি ওভারের ফরম্যাটে আরও এক রেকর্ডের সামনে। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নামতে চলেছেন কেরিয়ারের ৩০০তম টি-টোয়েন্টিতে।

এখনও পর্যন্ত দেশের হয়ে ৯৪ টি-টোয়েন্টিতে নেমেছেন রোহিত শর্মা। সার্বিক ভাবে তিনি খেলে ফেলেছেন ২৯৯ টি-টোয়েন্টি। যার মধ্যে আইপিএল রয়েছে। রয়েছে ঘরোয়া টি-টোয়েন্টিও। বুধবার নামলে তা হবে মুম্বইকরের কেরিয়ারের ৩০০তম টি-টোয়েন্টি।

সার্বিক ভাবে ২৯৯ ম্যাচে এখনও পর্যন্ত ২৮.১৭ গড়ে ৭৭৯৫ রান করেছেন রোহিত। যার মধ্যে ছয় সেঞ্চুরি ও ৫৩ হাফ-সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে দেশের হয়ে ৯৪ ম্যাচে ২৩৩১ রান করেছেন তিনি। এটাই এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান। এর মধ্যে রয়েছে চার সেঞ্চুরি ও ১৬ হাফ-সেঞ্চুরি।

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: ভারত ফিরে আসবেই, দ্বিতীয় টি-টোয়েন্টির আগে হুঙ্কার ক্রুনালের​

আরও পড়ুন: কাল বেঙ্গালুরুতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন কোহালিরা

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ এর আগে দু’জন খেলেছেন। মহেন্দ্র সিংহ ধোনি খেলেছেন ৩০১ ম্যাচ। সুরেশ রায়না খেলেছেন ৩০০ ম্যাচ। এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড (৪৫১ ম্যাচ)। যিনি আবার মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ। পোলার্ডের পরে তালিকায় আছেন ডোয়েন ব্র্যাভো, ব্রেন্ডন ম্যাকালাম, ক্রিস গেলরা।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE