Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

মালিঙ্গার বলে চুম্বন বন্ধ, বার্তা সচিনের

মাঠে করোনা-সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি থুতু দিয়ে বল পালিশের পদ্ধতি বন্ধ করেছে।

নিষেধ: মািলঙ্গার এই সস্কার হয়তো আর দেখা যাবে না। টুইটার

নিষেধ: মািলঙ্গার এই সস্কার হয়তো আর দেখা যাবে না। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৫:৪১
Share: Save:

উদ্দেশ্য ক্রিকেট মাঠে করোনাভাইরাসের সংক্রমণ রোধ। তাই শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে বোলিং শুরুর আগে তাঁর বল চুম্বনের প্রথা বন্ধ করতে সচেতনতার বার্তা দিলেন সচিন তেন্ডুলকর।

মাঠে করোনা-সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি থুতু দিয়ে বল পালিশের পদ্ধতি বন্ধ করেছে। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পেসার মালিঙ্গা। যিনি বলে চুম্বন দিয়ে দৌড় শুরু করেন। এ দিন মালিঙ্গার সেই বল চুম্বনের ছবি টুইট করে তিনি লেখেন, ‍‘‍‘আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী কোনও একজনকে তাঁর রান আপের পদ্ধতি বদল করতে হবে! কী বলবে মালি?’’ সচিনের এই টুইটের পরিপ্রেক্ষিতে মালিঙ্গা যদিও কোনও জবাব দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE