Advertisement
২৬ এপ্রিল ২০২৪
olympics

লক্ষ্য অলিম্পিক্স, ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে দল বেড়ে হতে পারে ২০

২০২১-এর প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেবে

টি২০ বিশ্বকাপ

টি২০ বিশ্বকাপ ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৩:৪২
Share: Save:

২০২৪ সাল থেকে টি২০ বিশ্বকাপ হতে পারে ২০ দলের। এমনটাই পরিকল্পনা করেছে আইসিসি। মুলত ২০২৮ সালের কমনওয়েলথ গেমস ও তারপর অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হতে পারে, এই কথা মাথায় রেখে বেশ কয়েক বার এই বিষয়ে আলোচনা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। কিছুই চূড়ান্ত হয়নি।

তবে আইসিসি বিভিন্ন বিশ্বকাপে বারবারই দলের সংখ্যা পরিবর্তন করেছে। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ১৪ টি দল খেললেও ২০১৯-এ ১০ টি দলের বিশ্বকাপ আয়োজন করে তারা। কমনওয়েলথ বা অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় ক্রিকেট অন্তর্ভুক্ত হলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই খেলা ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশেও।

এ বছরই অক্টোবর বা নভেম্বর মাসে ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে আইসিসি। তবে ভারতে না হলেও অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC olympics T20 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE