জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফিতে সহজ গ্রুপে বাংলা। গতবারের রানার্স বাংলার সঙ্গে এলিট বি গ্রুপে রয়েছে বিদর্ভ, হরিয়ানা, কেরল, ত্রিপুরা ও রাজস্থান। এই গ্রুপের সমস্ত খেলাগুলি হবে বেঙ্গালুরুতে।
প্রতি ম্যাচের আগে পাঁচদিন নিভৃতবাসে থাকতে হবে সব দলকে।
গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের সঙ্গে এলিট গ্রুপ ডি-তে রয়েছে তামিলনাড়ু, রেলওয়েজ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড এবং গোয়া। গ্রুপ ডি-র খেলাগুলি হবে আমদাবাদে।