Advertisement
০৪ মে ২০২৪

কেকেআর ছেড়ে দিল লিনকে, রয়্যালস অধিনায়ক হলেন স্মিথ

এ দিনই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হত, নিলামের আগে কোন ক্রিকেটারকে রাখা হবে বা ছাড়া হচ্ছে। লিন ও উথাপ্পা ছাড়াও আরও নয় ক্রিকেটারকে ছেড়েছে কেকেআর।

বাইরে: ক্রিস লিনকে নিলামে তুলে দিচ্ছে কেকেআর। ফাইল চিত্র

বাইরে: ক্রিস লিনকে নিলামে তুলে দিচ্ছে কেকেআর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৫:০৭
Share: Save:

একমাস পরেই কলকাতায় আইপিএলের নিলাম। তার আগে শুক্রবারই অস্ট্রেলীয় ওপেনার ক্রিস লিন ও অলরাউন্ডার রবিন উথাপ্পাকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ল যুবরাজ সিংহকে।

এ দিনই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হত, নিলামের আগে কোন ক্রিকেটারকে রাখা হবে বা ছাড়া হচ্ছে। লিন ও উথাপ্পা ছাড়াও আরও নয় ক্রিকেটারকে ছেড়েছে কেকেআর। যার মধ্যে উল্লেখযোগ্য নাম অনরিখ নর্তজে, কার্লোস ব্রাথওয়েট, জো ডেনলি, কে সি কারিয়াপ্পা। রাখা হল সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হ্যারি গার্নি, দীনেশ কার্তিক, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, শুভমন গিলদের। মুম্বই ইন্ডিয়ান্স থেকে এলেন সিদ্ধেশ লাড। নিলামে সাত জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চার জন বিদেশি মিলিয়ে মোট এগারো জনকে নিতে পারবে কেকেআর।

এ দিনই রাজস্থান রয়্যালস জানিয়ে দিয়েছে, এ বারও তাদের অধিনায়ক স্টিভ স্মিথ। দলের কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘গত বছর মরসুমের মাঝপথে স্মিথ দায়িত্ব নেওয়ার পরেই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল দল। মাঠের মধ্যে দলীয় ক্রিকেটারদের মনোভাব বুঝে তাদের দারুণ ভাবে ব্যবহার করে স্মিথ। তাই এই সিদ্ধান্ত।’’

আরও পড়ুন: ইডেনে গোলাপি বল দেবেন সেনাকর্মীরা

কলকাতা নাইট রাইডার্স

• ছাড়া হল: অনরিখ নর্তজে, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস লিন, জো ডেনলি, কে সি কারিয়াপ্পা, ম্যাচ কেলি, নিখিল নায়েক, পীযূষ চাওলা, পৃথ্বীরাজ ইয়ারা, রবিন উথাপ্পা, শ্রীকান্ত মুন্ধে।
• দলে রইলেন: আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সুনীল নারাইন, সিদ্ধেশ লাড।
• নেওয়া যাবে: মোট ১১ জন
(চার বিদেশি, সাত ভারতীয়)।
• খরচ করেছে: ৪৯.৩৫ কোটি।
• নিলামে খরচ করতে পারবে: ৩৫.৬৫ কোটি টাকা।

কিংস ইলেভেন পঞ্জাব ছেড়েছে ডেভিড মিলার-সহ আট ক্রিকেটারকে। সব চেয়ে বেশি ১২ জন ক্রিকেটার ছেড়ে দিয়েছে বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার মধ্যে রয়েছেন ডেল স্টেন, কলিন ডে গ্র্যান্ডহোম, মার্কাস স্টোয়নিস, শিমরন হেটমায়ার। সব চেয়ে কম ৫ জন ক্রিকেটার ছেড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যার মধ্যে রয়েছেন নির্বাসনের শাস্তিপ্রাপ্ত শাকিব আল হাসান, মার্টিন গাপ্টিল ও ইউসুফ পাঠান। গত বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১৮ জন খেলোয়াড়কে রেখে দিলেও বাদ দিয়েছে লাসিথ মালিঙ্গা-সহ ১২ জনকে। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০ ক্রিকেটারকে রেখে ছেড়েছে ডেভিড উইলি, স্যাম বিলিংস, মোহিত শর্মা-সহ ছয় জনকে। দিল্লি ক্যাপিটালস ক্রিস মরিস, কলিন মুনরো, হনুমা বিহারি-সহ নয় জনকে ছাড়লেও রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানেকে নিয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE