Advertisement
E-Paper

এশিয়া কাপে ভাল খেলার পুরস্কার! এক দিনের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অভিষেকের, বাদ পড়বেন কে?

এশিয়া কাপে ভাল খেলার পুরস্কার পেতে চলেছেন অভিষেক শর্মা। ভারতের এক দিনের দলে নেওয়া হতে পারে তরুণ ওপেনারকে। পরের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। সেই দলে অভিষেক জায়গা পেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭
Abhishek Sharma likely to be called in India\\\\\\\'s ODI squad vs Australia

অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার পেতে চলেছেন অভিষেক শর্মা। ভারতের এক দিনের দলে নেওয়া হতে পারে তরুণ ওপেনারকে। পরের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। সেই দলে অভিষেক জায়গা পেতে পারেন। ১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়া সিরিজ়।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপে এবং তার আগে ভারতের টি-টোয়েন্টি ম্যাচগুলিতে অভিষেকের বিধ্বংসী ব্যাটিং নজর কেড়েছে নির্বাচকদের। যে ভাবে শুরুতেই দ্রুত গতিতে রান তুলে দলকে ভাল জায়গায় পৌঁছে দিচ্ছেন অভিষেক, তা প্রশংসিত হয়েছে। এক দিনের ক্রিকেটে রোহিত শর্মার বিকল্প খোঁজা এমনিতেই নির্বাচকদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই অভিষেককে সুযোগ দেওয়া হতে পারে। দীর্ঘমেয়াদি ভাবনা হিসেবেই অভিষেক রয়েছেন নির্বাচকদের নজরে।

২৫ বছরের অভিষেক এই মুহূর্তে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। চার ইনিংসে তিনি ১৭৩ রান করেছেন। তবে নজর কেড়ে নিয়েছে তাঁর স্ট্রাইক রেট। এই মুহূর্তে ২০৮.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। দুবাইয়ের মতো মন্থর পিচেও অভিষেকের ব্যাটে ঝড় দেখা গিয়েছে।

ব্যাটিংয়ের পাশাপাশি আংশিক সময়ের স্পিনার হিসেবেও অভিষেককে কাজে লাগানো যেতে পারে। অনুশীলনে অনেকটা সময় নেটে বল করতে দেখা গিয়েছে অভিষেককে। কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার তিনি। রাজ্য দলের হয়ে এক দিনের ক্রিকেটে তাঁর নজির ভাল। ৬১টি ম্যাচে ২০১৪ রান করেছেন। গড় ৩৫.৩৩। স্ট্রাইক রেট ১০০-র সামান্য কম। ৩৮টি উইকেট রয়েছে তাঁর।

এখন প্রশ্ন হল, অভিষেককে যদি এক দিনের দলে নেওয়া হয় তা হলে কাকে বাদ দেওয়া হবে? এক দিনের বিশ্বকাপ হতে এখনও আড়াই বছর বাকি। তার মাঝে ভারত ২৭টি এক দিনের ম্যাচ খেলবে। শুভমন গিল যে এক দিনের ফরম্যাটে ওপেন করবেন তা মোটামুটি নিশ্চিত। তা হলে কি অভিষেককে অপর ওপেনার হিসাবে ভাবা হচ্ছে? রোহিতকে কি আর এক দিনের দলে বিচার করা হবে না? যশস্বী জয়সওয়ালেরই বা কী হবে? এ রকমই অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর দিতে হবে নির্বাচকদের।

অস্ট্রেলিয়া সিরিজ়ে যদি রোহিত এবং অভিষেক দু`জনকেই নেওয়া হয় তা হলে তরুণ ওপেনারকে হয়তো রিজ়ার্ভ বেঞ্চে কাটাতে হবে। তবে ভারতীয় নির্বাচকরা একটা বার্তা দিতে পারবেন যে আগামী দিনে রোহিতের জায়গা নিতে চলেছেন অভিষেক। এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে এক দিনের দল নির্বাচনের ব্যাপারটি চূড়ান্ত করে ফেলতে পারেন তিনি।

Abhishek Sharma ODI TEAM ODI series India vs Australia Asia Cup 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy