পাকিস্তানের মহসিন নকভির থেকে এশিয়া কাপ ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। ট্রফি ছাড়াই উৎসব করেছে দল। প্রথমে উধাও হয়ে গেলেও সেই ট্রফির খোঁজ পাওয়া গিয়েছে। এ-ও জানা গিয়েছে, নকভি সেই ট্রফি ভারতকে দিতে রাজি। তবে একটি ‘কঠিন’ শর্ত চাপিয়েছেন তিনি। কী সেই শর্ত?
‘ক্রিকবাজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, আয়োজকদের নকভি জানিয়েছেন, ভারতীয় দল তাদের পদক পেতে পারে। এমনকি ট্রফিও তারা পাবে। তবে সেই পদক এবং ট্রফি দু’টিই নকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন তিনি। এই মুহূর্তে ভারতীয় বোর্ড যে অবস্থান নিয়েছে, তাতে এ ধরনের অনুষ্ঠানে তাদের আসার সম্ভাবনা প্রায় নেই। তা ছাড়া, ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় খেলতে অনেকেরই সোমবার দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা। কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে তা কিছুই বলা হয়নি।
রবিবার দুবাইয়ে খেলা শুরুর অনেক আগেই বোঝা গিয়েছিল, ভারত জিতলে কোনও ভাবেই তারা নকভির হাত থেকে ট্রফি নেবে না। তবু কোনও পক্ষের তরফেই সমস্যা সমাধানের উদ্যোগ দেখা যায়নি। ম্যাচের শেষ বল হওয়ার পর ভারতের সিদ্ধান্তে টনক নড়ে। তখন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) কর্তাদের মধ্যে তৎপরতা দেখা যায়।
তত ক্ষণে দেরি হয়ে গিয়েছে। মুম্বইয়ে বোর্ডের দফতরে থাকা কর্তাদের সঙ্গে কথা বলে ভারতীয় শিবির জানিয়ে দেয়, কোনও ভাবেই নকভির থেকে ট্রফি নেওয়া হবে না। এমনও জানানো হয়, সাপোর্ট স্টাফদের মধ্যে মর্নি মর্কেলের মতো বিদেশি যাঁরা আছেন, তাঁরাই সকলের পুরস্কার সংগ্রহ করবেন। তবে সেই প্রস্তাব পাত্তা পায়নি।
রবিবার শেষ জানা গিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি মাঠ ছাড়ার সময় ট্রফি নিয়ে গিয়েছেন। দেখা গিয়েছিল, নকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপোলি মোড়কে ট্রফি নিয়ে তাঁর পিছন পিছন আসছেন এসিসি-র কয়েক জন কর্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন।
আরও পড়ুন:
সোমবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে, যা দুবাইয়ে যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বাড়িটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতরের কাছেই। ঘটনা হল, এশিয়া কাপ চলাকালীন বার বার জয় শাহের আইসিসি-র সঙ্গে মতবিরোধ হয়েছে মহসিন নকভির এসিসি-র। নকভিই ট্রফিটি এসিসি-র দফতরে লুকিয়ে রেখেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি।
রবিবার চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’’