অ্যাশেজ সিরিজ জিতে উঠে লাগামছাড়া উল্লাসে মাতলেন অজি ক্রিকেটাররা। হোবার্টের একটি হোটেলে ইংরেজ ক্রিকেটারদের সঙ্গে নিয়েই উল্লাস করেন তাঁরা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। তারা গিয়ে উল্লাস থামায়। হোটেল থেকে ক্রিকেটারদের বাইরে বার করে দেওয়া হয়।
জানা গিয়েছে, হোবার্টের একটি হোটেলে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে উল্লাস করছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ও সিরিজের সেরা ট্রাভিস হেড। তাঁদের উল্লাস এতটা বেশি ছিল যে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন সেখানে উপস্থিত কয়েক জন। তার পরেই হস্তক্ষেপ করে পুলিশ।