Advertisement
০৪ ফেব্রুয়ারি ২০২৩
bangladesh cricket team

Bangladesh Cricket: জোড়া ধাক্কা বাংলাদেশ শিবিরে, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দুই ক্রিকেটার

চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জিম্বাবোয়ে সফরে বাংলাদেশের অধিনায়ক নুরুল। গোড়ালির চোটের জন্য ছিটকে গেলেন জোরে বোলার মাহমুদও।

এশিয়া কাপ শুরুর আগেই উদ্বেগ শাকিবদের শিবিরে।

এশিয়া কাপ শুরুর আগেই উদ্বেগ শাকিবদের শিবিরে। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৫:৫৬
Share: Save:

এশিয়া কাপের আগে জোড়া ধাক্কা বাংলাদেশ শিবিরে। চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান এবং জোরে বোলার হাসান মাহমুদ।

Advertisement

নুরুলের জায়গায় দলে এসেছেন মহম্মদ নঈম। তিনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে শাকিব আল হাসানদের সঙ্গে যোগ দেবেন তিনি।

দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে জিম্বাবোয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল। জিম্বাবোয়েতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান তিনি। গত সপ্তাহে সিঙ্গাপুরে নুরুলের ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছে। অন্য দিকে, অনুশীলনে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন মাহমুদ। তাঁর সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। মাহমুদের পরিবর্ত ক্রিকেটারের নাম অবশ্য ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা মনে করেছিলেন, এশিয়া কাপে খেলতে পারবেন নুরুল। তাই তাঁকে দলে রাখা হয়। কিন্তু প্রতিযোগিতার আগে নুরুলের পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়। সে কারণে তাঁর পরিবর্তে নঈমকে দলে নিলেন বাংলাদেশের নির্বাচকরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত নঈম দেশের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisement

এশিয়া কাপে তিন বার ফাইনাল খেলেছে বাংলাদেশ। এ বার গ্রুপ পর্বের ম্যাচে শাকিবের দলের দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ শেষ ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.