রঞ্জি ট্রফিতে ভাল জায়গায় রয়েছে বাংলা। অভিষেক পোড়েলরা জয় দিয়ে শুরু করলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিও। বুধবার প্রথম ম্যাচে বডোদরাকে ৬ উইকেটে হারাল বাংলা। প্রথমে ব্যাট করে বডোদরা করে ৮ উইকেটে ১৮১। জবাবে ১৭.১ ওভারে ৪ উইকেটে ১৮২ অভিষেকদের। বাংলার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অধিনায়ক অভিষেক। বুধবার বাংলার বিরুদ্ধে খেলেননি হার্দিক পাণ্ড্য। টি-টোয়েন্টি ম্যাচে ১ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হল মহম্মদ শামিকে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অভিষেক। হায়দরাবাদের ২২ গজে প্রথম ব্যাট সুযোগ পেয়েও শুরুটা ভাল করতে পারেনি ক্রুণাল পাণ্ড্যর দল। ওপেনার বিষ্ণু সোলাঙ্কি (৮) রান আউট হয়ে যান। অন্য ওপেনার শাশ্বত রাওয়াত করেন ১৭ বলে ২৬। তিন নম্বরে নামা শিবালিক শর্মা দ্রুত রান তোলেন। ৩টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে করেন ১৩ বলে ৩২। চার নম্বরে নেমে ক্রুণালও ভাল খেললেন। করলেন ৩০ বলে ৩৯। মারলেন ১টি চার এবং ২টি চার। তবে বডোদরাকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন ভানু পানিয়া। সাত নম্বরে নেমে তিনি ২৭ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩টি চার এবং ৪টি ছক্কা মারেন তিনি।
বাংলার সফলতম বোলার সক্ষম চৌধুরী ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। ৩৮ রানে ২ উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের। ২৬ রানে ১ উইকেট শাহবাজ় আহমেদের। ২৭ রানে ১ উইকেট নিয়েছেন সায়ন ঘোষ। ১ উইকেট পেলেও শামি খরচ করলেন ৩৯ রান।
জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার অভিষেক এবং কর্ণ লাল। অভিষেক ২৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার এবং ৩টি ছক্কা। কর্ণের ২১ বলে ৪২ রানের ইনিংসে রয়েছে ১টি চার এবং ৪টি ছয়। তবে রান পেলেন না হাবিব গান্ধী (৬) এবং অভিমন্যু ঈশ্বরণ (১৬)। বাংলাকে জয় এনে দেয় পঞ্চম উইকেটে সুদীপ কুমার ঘরামি এবং শাহবাজ়ের ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি। সুদীপ ১৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। মারেন ৩টি চার এবং ১টি ছয়। শাহবাজ়ের ২১ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ৩টি চার এবং ২টি ছক্কা।
আরও পড়ুন:
বডোদরার কোনও বোলারই বাংলার ব্যাটারদের আগ্রাসী মেজাজ ব্যাটিং রুখতে পারেননি। তার মধ্যেই নিনাদ রাথবা ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। ২৬ রানে ১ উইকেট অতীত শেঠের। ৩১ রানে ১ উইকেট অধিনায়ক ক্রুণালের।