Advertisement
E-Paper

মহিলাদের ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বরেকর্ড বাংলার, শেফালির ১৯৭ ছাপিয়ে সেরা তনুশ্রী

মহিলাদের ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বরেকর্ড করল বাংলা। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির গড়ল তারা। সোমবার বিসিসিআই আয়োজিত মহিলাদের এক দিনের ক্রিকেটে হরিয়ানার তোলা ৩৮৯ রান তাড়া করে জিতেছে বাংলা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:০৮
cricket

জয়ের পর বাংলার মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।

মহিলাদের ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বরেকর্ড করল বাংলা। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির গড়ল তারা। সোমবার বিসিসিআই আয়োজিত মহিলাদের এক দিনের ক্রিকেটে হরিয়ানার তোলা ৩৮৯ রান তাড়া করে জিতেছে বাংলা। ব্যাটে-বলে নায়ক তনুশ্রী সরকার।

এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল নিউ জ়িল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টস। ২০১৯ সালে ৩০৯ রান তাড়া করে ক্যান্টারবেরিকে হারিয়েছিল তারা। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরই শ্রীলঙ্কা ৩০৫ রান তাড়া করে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আর কোনও দলই ৩০০ রান তাড়া করে জিততে পারেনি।

টসে জিতে হরিয়ানাকে ব্যাট করতে পাঠায় বাংলা। নির্ধারিত ওভারে ৩৮৯/৫ তোলে হরিয়ানা। জাতীয় দল থেকে বাদ পড়া শেফালি বর্মা একাই নজর কেড়ে নেন। ২২টি চার এবং ১১টি ছয়ের সাহায্যে ১১৫ বলে ১৯৭ রান করে নির্বাচকদের বড় বার্তা দিয়ে রাখলেন তিনি। রিমা সিসোদিয়ার সঙ্গে ১৭৩ রানের জুটি গড়েন। রিমা ৫৮ এবং সোনিয়া মেহন্দিয়া ৬১ করেছেন।

বাংলার হয়ে অবদান রেখেছেন প্রায় সব ব্যাটারই। ওপেনার ধারা গুজ্জর (৬৯), ষষ্ঠী মণ্ডল (৫২) প্রথম উইকেটেই ৯.১ ওভারে ১০০ তুলে দেন। ৮৩ বলে ১১৩ রান করে জয়ে বড় ভূমিকা নেন তনুশ্রী। তিনি ফেরার পর জয়ের রাস্তা পরিষ্কার করে দেন প্রিয়াঙ্কা বালা (অপরাজিত ৮৮)। তার আগে তনুশ্রী ৫৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন।

bengal cricket Women's Cricket ODI Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy