দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। তার পুরস্কার পেলেন দীনেশ কার্তিক। আইসিসি-র টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় ১০৮ ধাপ উঠলেন কার্তিক। এখন তিনি ৮৭ নম্বরে। প্রথম দশে ঢুকে পড়লেন ঈশান কিশন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর দু’টি অর্ধশতরান রয়েছে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে কার্তিকের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত খেলার কারণেই দলে ফিরেছেন তিনি। ফিরেই বুঝিয়ে দিয়েছেন, তিনি কারওর থেকে কম যান না। মহেন্দ্র সিংহ ধোনির পরবর্তী যুগে তাঁকেই ফিনিশার বলা হচ্ছে। কার্তিক নিজেও সেই তকমা উপভোগ করছেন। আগেই জানিয়েছেন, জাতীয় দলের হয়ে ম্যাচ শেষ করে আসাই তাঁর লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচে তাঁর অর্ধশতরান ভারতকে জিততে সাহায্য করেছে।