ভারতীয় দলের নতুন নিয়মে বিপদে পড়লেন গৌতম গম্ভীরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হারের পর ভারতীয় দলের জন্য বেশ কিছু নিয়ম নিয়ে আসে ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সব নিয়মে সায় ছিল গম্ভীরেরও। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে সেই নিয়মের ফাঁদে আটকে গেলেন গম্ভীর নিজেই।
অস্ট্রেলিয়ায় গম্ভীরের ব্যক্তিগত সহকারী গিয়েছিলেন। তিনি নির্বাচক অজিত আগরকরের গাড়ি করে যাতায়াত করতেন বলেও জানা গিয়েছে। কিন্তু নতুন নিয়মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গম্ভীরের ব্যক্তিগত সহকারী তাঁর সঙ্গে যেতে পারবেন না। যদি আলাদা ভাবে তিনি দুবাই যান, তা হলেও গম্ভীরেরা যে হোটেলে থাকবেন, সেখানে থাকতে পারবেন না। দলের সঙ্গে যাতায়াতও করতে পারবেন না। শোনা যাচ্ছে, অ্যাডিলেডে গম্ভীরের ব্যক্তিগত সহকারীকে নাকি হসপিটালিটি বক্সে জায়গা করে দেওয়া হয়েছিল। বোর্ডের এক কর্তা তা জানতে পেরে যথেষ্ট বিরক্ত হন।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ায় সাজঘরের খবর প্রকাশ্যে চলে এসেছিল। যে কারণে ভারতীয় দলের সদস্যদের পরিবার এবং ব্যক্তিগত সহকারীদের নিয়ে যাওয়া যাবে না বলে জানানো হয়েছে। যে তালিকায় শুধু ক্রিকেটারেরা নন, কোচ গম্ভীরও রয়েছেন। বোর্ডের এক কর্তা বলেন, “গম্ভীরের ব্যক্তিগত সহকারী কেন নির্বাচকদের গাড়িতে ঘুরবেন? বাইরের কেউ থাকলে ওখানে তো নির্বাচকেরা আলোচনাই করতে পারবেন না।” দলের জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হয়। কারও ব্যক্তিগত সহকারী কেন সেই সুবিধা পাবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নতুন নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের ফতোয়া থাকলেও এক সিনিয়র ক্রিকেটার আবেদন করেছিলেন যাতে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন, যা নাকচ করে দিয়েছে বোর্ড। তবে সেই ক্রিকেটার পরিবারের যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচ দিলে বোর্ড ভেবে দেখবে।