হেডিংলেতে পঞ্চম দিন ভারত দ্বিতীয় নতুন বল পাওয়ার পর দুই ওভারেই খেলা শেষ করে দেয় ইংল্যান্ড। ব্যাটার জেমি স্মিথ নিশানা করেন রবীন্দ্র জাডেজাকে। তাঁর ওভারে একটা চার ও দুটো ছক্কা মেরে খেলা শেষ করে দেন তিনি। কেন তিনি জাডেজাকে নিশানা করেছিলেন, সেই কারণ জানালেন স্মিথ।
ভারত দ্বিতীয় নতুন বল পাওয়ার পর ইংল্যান্ডের জিততে দরকার ছিল ২২ রান। দুই ওভারে সেই রান তুলে নেয় ইংল্যান্ড। স্মিথ জানিয়েছেন, যাতে জসপ্রীত বুমরাহের সামনে পড়তে না হয় তার জন্য তাড়াতাড়ি খেলা শেষ করেন তিনি। একটা ক্রিকেট ওয়েবসাইটে স্মিথ বলেন, “সেই সময় খুব বেশি রান দরকার ছিল না। তাই আমি ভেবেছিলাম, বুমরাহ হয়তো বল করবে না। কিন্তু ক্রিকেটে কিছু বলা যায় না। তাই আমি আগেই খেলা শেষ করতে চেয়েছিলাম।”
নতুন বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন বুমরাহ। সেটা যাতে না হয় তার জন্য আগেই খেলা শেষ করার পরিকল্পনা করেছিলেন স্মিথ। তিনি বলেন, “ক্রিকেটে যা কিছু হতে পারে। আমাদের নীচের সারির ব্যাটারদের উপর ভরসা আছে। কিন্তু বুমরাহের কয়েকটা বলে খেলা বদলে যেতে পারত। আট উইকেট পড়ে গেলে চাপ হয়ে যেত। তাই আগেই জাডেজার বলে বড় শট মারার চেষ্টা করেছি।” দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ১০৪ রান দেন জাডেজা। ওভার প্রতি ৪.৩০ রান দেন তিনি। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বুমরাহকে আর বল করতে দেখা যায়নি। ডাগআউটে বসে দলের হার দেখেন তিনি।
আরও পড়ুন:
হেডিংলেতে প্রথম ইনিংসে ৪০ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন স্মিথ। বেশ কয়েকটা বড় শট খেললেও অহেতুক ঝুঁকি নেননি তিনি। নিজের পরিকল্পনা ফাঁস করেছেন স্মিথ। তিনি বলেন, “আমি জানতাম নতুন বল ওরা নেবে। কিন্তু তার আগেই খেলার ফয়সালা করে ফেলতে চেয়েছিলাম। বল পুরনো হয়ে যাওয়ায় বিশেষ কিছু হচ্ছিল না। তাই সুযোগ বুঝে বড় শট মেরেছি। এমন নয় যে সব বলে মেরেছি। হিসাবে করে বল দেখে খেলেছি।”
ভারতের বিরুদ্ধে সিরিজ়ের শুরুটা ভাল হয়েছে ইংল্যান্ডের। হেডিংলেতে প্রথম টেস্ট জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে তারা। বুধবার থেকে এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানেও নিজেদের ছন্দ ধরে রাখতে চাইছে ইংল্যান্ড। এজবাস্টনে কিছুটা সুবিধা হতে পারে ইংল্যান্ডের। দ্বিতীয় টেস্টে বুমরাহ না-ও খেলতে পারেন। তাতে চাপ কিছুটা কমবে স্মিথদের।