মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন ইরফান পাঠান। সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। কিন্তু যাওয়ার পথে বিমানবন্দরে হেনস্থা হতে হল ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে। দেড় ঘণ্টা ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হল তাঁদের।
কী হয়েছিল? টুইট করে ইরফান লেখেন, ‘বৃহস্পতিবার মুম্বই থেকে দুবাই যাচ্ছিলাম। বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে খুব খারাপ অভিজ্ঞতা হল। আমার আসন সংরক্ষিত ছিল। কিন্তু তার পরেও আমাকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হল। আমার সঙ্গে স্ত্রী, আট মাস এবং পাঁচ বছরের সন্তান ছিল। তাদেরও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হল। ওই বিমান সংস্থার কর্মীদের ব্যবহার খুব খারাপ ছিল। বেশ কয়েক জন যাত্রীকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি বুঝি না কেন এরা আসন সংখ্যার থেকে বেশি টিকিট বিক্রি করে। আর কাউকে যাতে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়, সেই কারণে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলব ওই বিমান সংস্থাকে।’
Hope you notice and rectify @airvistara pic.twitter.com/IaR0nb74Cb
— Irfan Pathan (@IrfanPathan) August 24, 2022
২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে সেই প্রতিযোগিতা। ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুবাইতে হবে সেই ম্যাচ।