নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে না পারায় বিশ্বকাপের আগে তিলক বর্মাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কি খেলতে পারবেন তিনি? এই প্রশ্ন বড় হওয়ার আগেই সুখবর পাওয়া গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে। পেটের অস্ত্রোপচারের পর তিলক সম্পূর্ণ সুস্থ। আগামী রবিবারের মধ্যে তিনি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারেন।
বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে শুক্রবার একটি সিমুলেশন ম্যাচ খেলেছেন তিলক। চোট বা অসুস্থতা সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এমন একটি ম্যাচে দেখে নেয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে। রিহ্যাব পর্ব শেষে ম্যাচ ফিট হওয়ার পর এই ম্যাচ খেলানো হয়। দেখা হয়, সংশ্লিষ্ট ক্রিকেটার ম্যাচের সব রকম ধকল নিতে পারছেন কি না। সব কিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেয় মেডিক্যাল টিম।
বিসিসিআইয়ের এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিলক। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচও খেলবেন ২৩ বছরের ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিলক ম্যাচ খেলার মতো জায়গায় পৌঁছে যাওয়ায় স্বস্তিতে বোর্ড কর্তারা।
২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিলক। স্পিন বলও করতে পারেন। অজিত আগরকরেরা তাঁকে বিশ্বকাপের দলেও রেখেছেন। বিশ্বকাপে কথা মাথায় রেখেই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তিলককে মাঠে ফেরাতে কোনও রকম তাড়াহুড়ো করতে চায়নি। বিশ্বকাপ খেলতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চেয়েছেন বোর্ডের বিশেষজ্ঞেরা।
আরও পড়ুন:
শুধু তিলক নন, চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন আরও দু’জন। জোরে বোলার ময়ঙ্ক যাদব এবং রিয়ান পরাগও। তাঁরাও শুক্রবার তিলকের সঙ্গে সিমুলেশন ম্যাচ খেলেছেন। ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে আরও কয়েক দিন সময় লাগবে। তাঁর জন্য আগামী সপ্তাহে সিমুলেশন ম্যাচের আয়োজন করা হতে পারে।