গত কয়েক দিন ধরে এশিয়া কাপে আলোচনার কেন্দ্রে হাত মেলানো নিয়ে বিতর্ক। সেই বিতর্কের পর শুক্রবার প্রথম খেলতে নামছে ভারত। বিপক্ষে ওমান। এশিয়া কাপের গ্রুপ পর্বে ওমানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার সুপার ফোরে আবার পাকিস্তানের মুখোমুখি ভারত। সেই ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে চাইছেন গৌতম গম্ভীর।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। ওমান এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা হলেও ভারতের বিরুদ্ধে ওমানের জেতার কোনও সুযোগ নেই বললেই চলে। ভারত যেহেতু ইতিমধ্যেই গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করে নিয়েছে, তাই নিয়মরক্ষার ম্যাচে বিকল্প দেখে নিতে চাইবেন গম্ভীর। প্রথম দুই ম্যাচে বোলারেরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তবে পেসারদের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরাহ খেলেছেন। অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা সুযোগ পাননি। জানা গিয়েছে, শুক্রবার তাঁদের মধ্যে এক জন খেলবেন।
বুমরাহকে ওমানের বিরুদ্ধে খেলাতে চাইছে না ভারত। একেবারে পাকিস্তানের বিরুদ্ধে নামবেন তিনি। তাঁর বদলে অর্শদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ভারতের টি-টোয়েন্টি দলে তিনি ধারাবাহিক ভাবে খেলেন। কিন্তু যেহেতু দুবাইয়ের মাঠে ভারত দুই বিশেষজ্ঞ স্পিনার খেলাচ্ছে, তাই অর্শদীপ সুযোগ পাননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিকফলক থেকে এক উইকেট দূরে তিনি। ওমানের বিরুদ্ধে ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড করতে পারেন তিনি।
পাশাপাশি প্রথম দুই ম্যাচে ভারতের মিডল অর্ডার ব্যাট করার সুযোগ পায়নি। ওমানের বিরুদ্ধে তাই সঞ্জু স্যামসন বা হার্দিক পাণ্ড্যকে উপরে নামানো হতে পারে। সূর্যকুমার যাদব ও তিলক বর্মা নীচে নামতে পারেন। ওমানের বিরুদ্ধে পাঁচ বোলার যথেষ্ট। তাই শিবম দুবের বদলে রিঙ্কু সিংহকেও একটি ম্যাচে দেখে নিতে পারেন গম্ভীর। যদি পরবর্তী কালে তাঁকে দরকার পড়ে তা হলে অন্তত একটি ম্যাচের অভিজ্ঞতা তাঁর কাছে থাকবে।
আরও পড়ুন:
ওমানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ:
১) অভিষেক শর্মা— ছন্দে রয়েছেন। সেই ছন্দই এগিয়ে নিয়ে যেতে চাইবেন।
২) শুভমন গিল— বড় রান রাননি। ওমানের বিরুদ্ধে সেটাই চাইবেন ভারতের সহ-অধিনায়ক।
৩) তিলক বর্মা— মিডল অর্ডারে বড় দায়িত্ব তাঁর কাঁধে।
৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করেছেন। সেই ফর্ম বজায় রাখতে চাইবেন তিনি।
৫) সঞ্জু স্যামসন— ব্যাট করার সুযোগ পাননি। ওমানের বিরুদ্ধে উপরের দিকে নামানো হতে পারে তাঁকে।
৬) হার্দিক পাণ্ড্য— ব্যাট করার সুযোগ পাননি। ওমানের বিরুদ্ধে রান করতে চাইবেন তিনি।
৭) রিঙ্কু সিংহ— শিবম দুবের বদলে সুযোগ পেলে রান করতে চাইবেন রিঙ্কু। পাশাপাশি সুযোগ পেলে বলও করতে চাইবেন তিনি।
৮) অক্ষর পটেল— বল করলেও ব্যাট করার সুযোগ পাননি। ওমানের বিরুদ্ধে উপরের দিকে নামতে পারেন তিনি।
৯) বরুণ চক্রবর্তী— ভাল বল করলেও খুব বেশি উইকেট পাননি। ওমানের বিরুদ্ধে উইকেটের সংখ্যা বাড়াতে চাইবেন তিনি।
১০) কুলদীপ যাদব— স্বপ্নের ফর্মে রয়েছেন। সেটাই এগিয়ে নিয়ে যেতে চাইবেন তিনি।
১১) অর্শদীপ সিংহ— আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট নিতে চাইবেন অর্শদীপ।