Advertisement
২৩ অক্টোবর ২০২৪
India vs Pakistan

মেয়েদের এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, ১৯ জুলাই হরমনপ্রীতদের সামনে পড়শি দেশ

ক্রিকেট মাঠে আবার দেখা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের। তবে ছেলেদের নয়, এ বার মেয়েদের ক্রিকেটে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের সূচি। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা।

cricket

ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ২৩:২৫
Share: Save:

ক্রিকেট মাঠে আবার দেখা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের। তবে ছেলেদের নয়, এ বার মেয়েদের ক্রিকেটে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের সূচি। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা।

আগামী ১৯ জুলাই ভারত এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে। এ বার মেয়েদের এশিয়া কাপ পুরোটাই হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। সেখানেই মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। এশিয়ার সেরা আটটি দলকে নিয়ে হচ্ছে এশিয়া কাপ। ১৯ জুলাই শুরু হয়ে তা শেষ হবে ২৮ জুলাই।

এ বার আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড এবং মালয়েশিয়া। পাকিস্তান বাদে ভারতের বাকি দু’টি ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে ২১ জুলাই এবং নেপালের বিরুদ্ধে ২৩ জুলাই।

দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। দু’টি সেমিফাইনালই হবে ২৬ জুলাই। ফাইনাল ২৮ জুলাই। প্রতিযোগিতায় ভারত সফলতম দল। সাত বার ট্রফি জিতেছে তারা। এ বার পুরো প্রতিযোগিতাতেই ম্যাচ পরিচালনা করবেন মহিলা আম্পায়ারেরা।

অন্য বিষয়গুলি:

India vs Pakistan Women Asia Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE