Advertisement
০৫ মে ২০২৪
India vs Australia

সূর্যের তেজ কেন কমে গিয়েছে? বুঝে গিয়েছেন গাওস্কর, ওষুধও বলে দিলেন তিনি

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। তাঁর হঠাৎ হল কী? কারণ বুঝে গিয়েছেন সুনীল গাওস্কর।

Suryakumar Yadav

ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন সূর্যকুমারের টেকনিকাল সমস্যা হচ্ছে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ২২:৪৫
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচে শূন্য রানে আউট সূর্যকুমার যাদব। মিচেল স্টার্কের বলে একই ভাবে এলবিডব্লিউ হন তিনি। কেন রান পাচ্ছেন না সূর্য। যাঁর ঝোড়ো ব্যাটিং ত্রাস হয়ে উঠেছিল বোলারদের। টি-টোয়েন্টি ক্রিকেটে যিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। তাঁর হঠাৎ হল কী? কারণ বুঝে গিয়েছেন সুনীল গাওস্কর। বলে দিলেন কী করলে আবার সূর্যের দাপট ফিরবে।

ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন সূর্যকুমারের টেকনিকাল সমস্যা হচ্ছে। গাওস্কর বলেন, “ওপেন স্টান্স নিচ্ছে সূর্যকুমার। ওর টেকনিকাল সমস্যা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সেটা ঠিক আছে। বল বেশি সামনের দিকে পড়লে সহজে ছক্কা হাঁকানো যায় তাতে। কিন্তু এখানে বল পায়ের সামনে পড়ছে। ওই ভাবে স্টান্স নিলে কখনও ব্যাট আগে আসবে না। সোজা ব্যাট নামবে না। যে বল ভিতরে ঢুকবে তা খেলতে সমস্যা হবে সূর্যের। ব্যাটিং কোচের সঙ্গে সময় কাটানো উচিত ওর।”

এক দিনের ক্রিকেটে সূর্য এখনও পর্যন্ত সফল নন। তিনি ২০টি ইনিংস খেলেছেন। ৪৩৩ রান করেছেন। গড় ২৫.৪৭। ৫০ রানের ইনিংস রয়েছে মাত্র দু’টি। তা-ও এসেছে এক বছর আগে।

রবিবার ভারত মাত্র ১১৭ রান করে। কোনও ব্যাটারই সে ভাবে রান করতে পারেননি। বিরাট কোহলি ৩১ রান করেন। ২৯ রান করেন অক্ষর পটেল। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক একাই পাঁচ উইকেট নেন। ভারতের রান তাড়া করতে নেমে ১১ ওভারে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ১০ উইকেটে ম্যাচ জেতেন স্টিভ স্মিথরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE