বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন রোহিত। —ফাইল চিত্র
দ্বিতীয় টেস্টেও হয়তো পাওয়া যাবে না রোহিত শর্মাকে। ভারতীয় বোর্ড এখনও এ ব্যাপারে কিছু না জানালেও ভারত অধিনায়ক মিরপুরে যাবেন না বলেই জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকবাজ়। মুম্বইয়েই রয়েছেন রোহিত। তাঁর চিকিৎসা চলছে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে রোহিত খেলবেন না বলেই জানিয়েছে সেই সংবাদমাধ্যম।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন রোহিত। স্লিপে বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে লেগেছিল তাঁর। এর পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ফিরে এসে ফিল্ডিং না করলেও দলের হার বাঁচাতে ব্যাট করতে নেমেছিলেন। যদিও শেষ পর্যন্ত ভারতকে জেতাতে পারেননি আহত অধিনায়ক। ভারত হেরে যায় ৫ রানে। সেই চোট এখনও সারেনি রোহিতের। সেই কারণে দ্বিতীয় টেস্টেও অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে লোকেশ রাহুলকেই।
বাংলাদেশ সফর শেষ হলেই ম্যাচ রয়েছে ভারতের। শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে তারা। সেই সিরিজ়ে রোহিতকে পেতে চাইবে ভারত। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে থাকা ভারত দ্বিতীয় টেস্টে রোহিতকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না।
রোহিত না থাকলে লোকেশ রাহুলের সঙ্গে শুভমন গিল ওপেন করবেন। রোহিতের বদলে প্রথম টেস্টে দলে নেওয়া হয়েছিল অভিমন্যু ঈশ্বরনকে। বাংলার অধিনায়ককে দ্বিতীয় টেস্টেও দলে রেখে দেওয়া হতে পারে। তিনি তৃতীয় ওপেনার হিসাবে দলে থাকবেন। তবে অধিনায়ক রাহুল এবং শতরান পাওয়া শুভমনকে টপকে প্রথম একাদশে সুযোগ পাওয়া অভিমন্যুর পক্ষে বেশ কঠিন।
প্রথম টেস্টে চট্টগ্রামে ১৮৮ রানে জেতে ভারত। প্রথম ইনিংসে ব্যাট করে ৪০৪ রান তোলে ভারত। ৯০ রান করেন চেতেশ্বর পুজারা। ৮৬ রান করেন শ্রেয়স আয়ার। রবিচন্দ্রন অশ্বিন করেন ৫৮ রান। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৫০ রানে। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব একাই ৫ উইকেট তুলে নেন। ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে শতরান করেন শুভমন (১১০) এবং পুজারা (১০২)। বাংলাদেশের সামনে ৫১৩ রানের বিশাল লক্ষ্য রাখে ভারত। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ হয়ে যায় ৩২৪ রানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy