রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। টি২০ ফরম্যাটে একটি এশিয়া কাপে এর আগে কোনও ব্যাটার এত রান করতে পারেননি, যা তিনি এ বার করেছেন। ফাইনাল বাদে বাকি প্রায় সব ম্যাচে ভারতকে জিতিয়েছে তাঁর ব্যাট। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। তার ফলও পেয়েছেন। দেশকে এশিয়া কাপ জিতিয়ে ফিরে বোনের বিয়েতে ভাংড়া নাচতে দেখা গেল অভিষেককে।
এশিয়া কাপের আগেই আইসিসি-র টি২০ ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার ছিলেন অভিষেক। এক নম্বরেই তিনি রয়েছেন। তবে বাকিদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন। এখন অভিষেকের রেটিং পয়েন্ট ৯৩১। আইসিসি ক্রমতালিকায় এখনও পর্যন্ত টি২০-তে কোনও ব্যাটার এত রেটিং পয়েন্ট পাননি। এর আগে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের দাউইদ মালান। তাঁর সেরা রেটিং পয়েন্ট ছিল ৯১৯। বিরাট কোহলির সেরা রেটিং পয়েন্ট ছিল ৯০৯। সূর্যকুমার যাদবের ৯১২। অর্থাৎ, কোহলি, সূর্যকে ছাপিয়ে রেকর্ড গড়েছেন অভিষেক।
দেশে ফেরার পর বোনের বিয়েতে আনন্দ করতে দেখা গিয়েছে অভিষেককে। সেখানে ভাংড়াও নেচেছেন তিনি। কালো শেরওয়ানি পরে তাঁকে নাচতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন পঞ্জাবি গায়ক রঞ্জিত বাওয়া। অভিষেককে দেখে বোঝা যাচ্ছে, বোনের বিয়েতে কতটা মজা করছেন তিনি। এশিয়া কাপ চলাকালীন অভিষেকের খেলা দেখতে দুবাইয়ে গিয়েছিলেন তাঁর মা ও বোন। হোটেলে তাঁদের সঙ্গে দেখাও করেন অভিষেক।
আরও পড়ুন:
এখন ভারতের হয়ে একটি ফরম্যাটই খেলেন অভিষেক। তাই আপাতত বিশ্রাম তাঁর। কারণ, ভারত বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নামবে। তাই আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিষেক। খেলার মাঠে যতটা বিধ্বংসী তাঁকে দেখায়, বাড়িতে তিনি ততটাই ঘরোয়া। অভিষেকের নাচের ছবি সমাজমাধ্যমে ভাইরাল।
এশিয়া কাপে সাত ম্যাচে ৪৪.৮৫ গড় ও ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছেন তিনি। তিনটি অর্ধশতরান করেছেন। এর আগে টি২০ ফরম্যাটে একটি এশিয়া কাপে কোনও ব্যাটার ৩০০-র বেশি রান করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব ও সুপার ফোরে একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে ফাইনালে চলেনি অভিষেকের ব্যাট। তাতে অবশ্য জিততে অসুবিধা হয়নি ভারতের। নিজের প্রথম বড় প্রতিযোগিতাতেই সেরা হয়েছেন অভিষেক।