Advertisement
E-Paper

অশ্বিনের পথে হাঁটলেন ভারতের ৪২ বছরের ক্রিকেটার, অবসর নিলেন সব ধরনের ক্রিকেট থেকে

কিছু দিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার সেই পথে হাঁটলেন অমিত মিশ্র। বুধবার সমাজমাধ্যমের একটি পোস্টে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
cricket

অমিত মিশ্র। — ফাইল চিত্র।

কিছু দিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার সেই পথে হাঁটলেন অমিত মিশ্র। ৪২ বছর বয়সি ক্রিকেটার বুধবার সমাজমাধ্যমের একটি পোস্টে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন। বার বার চোট পাওয়া এবং তরুণদের সুযোগ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে অমিত লিখেছেন, “২৫ বছর পর আজ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছি। এই খেলাটাই আমার প্রথম প্রেম, প্রথম শিক্ষক এবং আনন্দের সবচেয়ে বড় উপাদান। ক্রিকেটের এই যাত্রাপথে অসংখ্য আবেগ অনুভব করেছি, যার মধ্যে গর্ব, লড়াই, শিক্ষা এবং ভালবাসা রয়েছে। বোর্ড, হরিয়ানা ক্রিকেট সংস্থা, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং সকলের আগে সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। সমর্থকদের ভরসা এবং সমর্থন আমাকে প্রতিটা মুহূর্তে শক্তি জুগিয়েছে।”

ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন অমিত। ২২টি টেস্ট, ৩৬টি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। যথাক্রমে ৭৬, ৬৪ এবং ১৬টি উইকেট নিয়েছেন। ২০০৩-এ ত্রিদেশীয় এক দিনের সিরিজ়‌ে বাংলাদেশ ম্যাচে অমিতের অভিষেক হয়। ২০০৮-এ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। প্রথম ম্যাচেই এক ইনিংসে পাঁচ উইকেট নেন। দু’ইনিংস মিলিয়ে ১০৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন। ভারত জিতেছিল ৩২০ রানে। ২০১৩-য় পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ে ১৮টি উইকেট নিয়ে জাভাগল শ্রীনাথের নজির স্পর্শ করেন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি উইকেট নিয়েছিলেন। ভারত রানার-আপ হয়েছিল।

২০১৬-য় শেষ বার দেশের হয়ে টেস্ট এবং এক দিনের ম্যাচ খেলেন। পরের বছর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তার পর ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে চুটিয়ে খেলেছেন। আইপিএলের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী অমিতই। শুধু তাই নয়, তিন বার হ্যাটট্রিক করেছেন, যে নজির আর কারও নেই। ২০০৮-এ দিল্লির হয়ে, ২০১১-য় পঞ্জাবের হয়ে এবং ২০১৩-য় হায়দরাবাদের হয়ে হ্যাটট্রিক করেন। ১৬২টি ম্যাচে ১৭৪টি উইকেট রয়েছে তাঁর।

অবসরের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান অমিত। কোচিং করানো, ধারাভাষ্য দেওয়া এবং তরুণ ক্রিকেটারদের উপদেশ দেওয়ার মতো কাজে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি সমাজমাধ্যম এবং ইউটিউবের মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন অমিত।

Amit Mishra BCCI IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy