Advertisement
E-Paper

দামি হচ্ছে আইপিএলের টিকিট, নতুন জিএসটি-তে কোহলি-শুভমনদের খেলা দেখতে কত খরচ হবে?

পরের বছর থেকে আইপিএলের খেলা দেখতে গেলে অবশ্য আরও বেশি খরচ হতে চলেছে। বুধবার জিএসটি-র যে নতুন কাঠামো প্রকাশ্যে এসেছে, তাতে আইপিএলের টিকিটের দাম বাড়ছে। কতটা বাড়ছে দাম?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪০
cricket

আইপিএলের টিকিটের জন্য এই উন্মাদনা কি দেখা যাবে? — ফাইল চিত্র।

প্রতি বছরই আইপিএলের দু’মাস ভারতের বিভিন্ন মাঠে ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলি, শুভমন গিল, রোহিত শর্মা বা রিঙ্কু সিংহদের খেলা দেখতে মুখিয়ে থাকেন। পরের বছর থেকে আইপিএলের খেলা দেখতে গেলে অবশ্য আরও বেশি খরচ করতে হবে। বুধবার জিএসটি-র যে নতুন কাঠামো ঘোষিত হয়েছে, তাতে আইপিএলের টিকিটের দাম বাড়ছে।

আগে আইপিএলের টিকিট কিনতে গেলে ২৮ শতাংশ জিএসটি দিতে হত। এ বার থেকে ৪০ শতাংশ জিএসটি দিতে হবে। অর্থাৎ জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএলের টিকিটকে। কারণ কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসাবেই দেখছে। তাই সবচেয়ে বেশি কর দিতে হবে।

ধরা যাক আইপিএলের কোনও ম্যাচের টিকিটের দাম ১০০০ টাকা। আগে করসমেত দিতে হত ১২৮০ টাকা। এ বার থেকে সেটাই ১৪০০ টাকা হয়ে যাচ্ছে। একই ভাবে ৬৪০ টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ টাকা। ২০০০ টাকার টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ টাকা। তার পরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে। ফলে এক লাফে কয়েকশো টাকা অতিরিক্ত খরচ হতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। পাশাপাশি সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে। জিএসটি বাড়ছে আইপিএলের টিকিটেও।

চমক অন্য জায়গায় রয়েছে। আইপিএলের টিকিটের দাম বাড়লেও, সাধারণ কোনও ক্রিকেট ম্যাচের টিকিটে ১৮ শতাংশই জিএসটি নেওয়া হবে। তার কোনও পরিবর্তন হয়নি। শুধু আইপিএলের মতো ‘প্রিমিয়াম’ খেলাধুলোর ক্ষেত্রে বর্ধিত হারে কর দিতে হবে।

বিনোদনের মধ্যে রয়েছে সিনেমাও। তবে সিনেমার টিকিটের দাম কমছে। আগে সিনেমার টিকিটের দামের সঙ্গে ১২ শতাংশ কর দিতে হত। এখন সেটা কমে হয়েছে পাঁচ শতাংশ। তবে ১০০ টাকা বা তার নিচের দামের ক্ষেত্রে এই কর প্রযোজ্য। টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে ১৮ শতাংশ কর দিতে হবে।

IPL Ticket GST
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy