খবর পেয়েই ফোন করেছিলেন। তখন কথা হয়নি। পরে অবশ্য শ্রেয়স আয়ারের সঙ্গে কথা হয়েছে সূর্যকুমার যাদবের। আপাতত স্থিতিশীল রয়েছেন শ্রেয়স। কবে শ্রেয়সকে নিয়ে ভারতে ফিরতে চান তাঁরা, সে কথা জানিয়েছেন সূর্য।
বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে শ্রেয়সের শারীরিক অবস্থা কেমন, সেই প্রশ্ন করা হয়েছিল সূর্যকে। জবাবে ভারতের টি২০ অধিনায়ক বলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। তবে গত দু’দিন ধরে শ্রেয়সের সঙ্গে কথা হচ্ছে। যখন ও কথা বলতে পারছে, মেসেজের জবাব দিতে পারছে, তার মানে ও এখন অনেকটাই সুস্থ।”
সূর্য জানিয়েছেন, চিকিৎসকেরা শ্রেয়সের দিকে নজর রেখেছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের টি২০ অধিনায়ক বলেন, “চিকিৎসকেরা ওর সঙ্গে রয়েছে। সব কিছু ঠিক রয়েছে। কিন্তু ওকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। আমরাও যোগাযোগ রাখছি।”
সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স যখন চোট পেয়েছিলেন, তখন সূর্যেরা প্রথমে ধরতে পারেননি যে, তা এত গুরুতর হতে পারে। শ্রেয়সকে সাজঘরে নিয়ে যাওয়ার পর বোঝা যায়, চোট গুরুতর। সূর্য বলেন, “আমরা তো চিকিৎসক নই। তাই বাইরে থেকে আমাদের মনে হয়েছিল, সাধারণ চোট লেগেছে। কিন্তু ওকে সাজঘরে আনার পর বুঝতে পারি, ভালই চোট লেগেছে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হয়নি।”
সূর্যের চোট নিয়ে খানিক রসিকতাও করেছেন সূর্য। তিনি বলেন, “চিকিৎসকেরা বলছেন, এই ধরনের চোট বিরল। শ্রেয়স তো বিরল প্রতিভা। তাই ওর বিরল চোট লেগেছে।” তার পরেই অবশ্য সূর্য বলেন, “ঈশ্বর ওর সঙ্গে রয়েছে। বিসিসিআই সব রকম সাহায্য করছে। ওকে আমরা আমাদের সঙ্গেই দেশে ফিরিয়ে নিয়ে যাব।” ভারতের টি২০ সিরিজ় শেষ ৮ নভেম্বর। অর্থাৎ, এখনও ১১ দিন পর। তত দিনে শ্রেয়স নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। ফলে ভারতের টি২০ দলের সঙ্গেই তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। সেই কথাই শোনা গেল সূর্যের মুখে।
আরও পড়ুন:
উল্লেখ্য, শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শেষ ম্যাচে অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে চোট পান শ্রেয়স। সঙ্গে সঙ্গে তাঁকে সাজঘরে নিয়ে যাওয়া হয়। প্রথমে মনে হয়েছিল, সাধারণ চোট পেয়েছেন শ্রেয়স। কিন্তু সাজঘরে ফিরে দলের ফিজিয়ো ও চিকিৎসক বুঝতে পারেন, পরিস্থিতি তার চেয়ে বেশি জটিল। সূত্রের খবর, সাজঘরে ফিরে জ্ঞান হারান শ্রেয়স। তাঁর রক্তচাপ হঠাৎ অনেকটা নেমে গিয়েছিল। অন্য কিছু সমস্যাও শুরু হয়েছিল। ফলে আর সময় নষ্ট করেননি বোর্ডের ফিজিয়ো ও চিকিৎসক। সঙ্গে সঙ্গে শ্রেয়সকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভর্তি করা হয় আইসিইউ-তে। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, শ্রেয়স আপাতত বিপন্মুক্ত। মাটিতে সজোরে ধাক্কা খাওয়ার জন্যই রক্তক্ষরণ হয়েছে বলে মনে করা হয়েছে। সর্ব ক্ষণ শ্রেয়সের পাশে থাকার জন্য বোর্ডের তরফে চিকিৎসক রিজ়ওয়ান খানকে রেখে দেওয়া হয়েছে। বাকি দল ক্যানবেরায় চলে গিয়েছে।