বল হাতে ভরসা দিতে পারছেন না দলকে। তার উপর এজবাস্টন টেস্টে লজ্জার নজির গড়লেন ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ। টেস্টে অন্তত ৫০০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে ওভার প্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনিই। টপকে গেলেন ভারতেরই এক প্রাক্তন জোরে বোলারকে।
প্রসিদ্ধের বল সমীহ আদায় করতে পারছে না ইংল্যান্ডের ব্যাটারদের। আইপিএলে বেগনি টুপি জেতা জোরে বোলারকে সহজে খেলছেন তাঁরা। প্রায় এক দিনের ক্রিকেটের মতো রান খরচ করছেন প্রসিদ্ধ। তার মধ্যে ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে ২৩ রান দিয়ে লজ্জায় ফেললেন নিজেকেই। এই ওভারে জেমি স্মিথ তাঁর বলে ১টি ছক্কা এবং ৪টি চার মারেন। প্রসিদ্ধ একটি ওয়াইড বলও করেন। সব মিলিয়ে ওঠে ২৩ রান। টেস্ট ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার নিরিখে ভারতীয় বোলারদের মধ্যে তাঁর এই ওভার থাকবে চতুর্থ স্থানে। এই তালিকায় শীর্ষে রয়েছেন হরভজন সিংহ। ২০০৬ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের এক ওভারে হরভজন ২৭ রান খরচ করেছিলেন।
ভারত-ইংল্যান্ড টেস্টের স্কোর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
টেস্ট ক্রিকেটে কমপক্ষে ৫০০টি বল করেছেন এমন বোলারদের মধ্যে ওভার প্রতি সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়েছেন প্রসিদ্ধ। তিনি এখনও পর্যন্ত ৫৮৮টি বল করেছেন। ওভার প্রতি দিয়েছেন ৫.২৮ রান। তাঁর পর আছেন ভারতেরই প্রাক্তন ক্রিকেটার বরুণ অ্যারন। তিনি টেস্টে বল করেছেন ১১৮৯টি। ওভার প্রতি খরচ করেছেন ৪.৭৭ রান।
আরও পড়ুন:
এ ছাড়াও নিজের প্রথম ৫ ওভারে প্রসিদ্ধ খরচ করেছেন ৫০ রান। ২০০৬ সালের পর টেস্টে ভারতের কোনও বোলারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স এটাই। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে ৭২ রান দিয়েছেন প্রসিদ্ধ। ওভার প্রতি খরচ করেছেন ৫.৫৩ রান। একটিও উইকেট পাননি।