অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে কোণঠাসা ভারতীয় ‘এ’ দল। বুধবার অস্ট্রেলীয়দের প্রথম ইনিংস শেষ হয় ৪২০ রানে। জবাবে ধ্রুব জুরেলের দলের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে ১৯৪ রানে। দিনের শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ৩ উইকেটে ১৬।
ভারতীয় ব্যাটারেরা দলকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিলেন। বোলারেরা পাল্টা লড়াইয়ে দলকে কিছুটা ভাল জায়গায় নিয়ে এলেন দিনের শেষে। সাই সুদর্শন এবং নারায়ণ জগদীশন ছাড়া ভারতের আর কেউই রান পেলেন না লখনউয়ের ২২ গজে। লোকেশ রাহুল ওপেন করতে নেমে করেন ১১ রান। অন্য ওপেনার জগদীশন করেন ৩৮। তবে ভারতের হয়ে লড়াই করলেন মূলত সুদর্শনই। গত ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হওয়া সুদর্শন ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন তিন নম্বরে নেমে। তিনি করেন ৭৫। মারেন ৬টি চার এবং ১টি ছয়। চূড়ান্ত ব্যর্থ ভারতের মিডল অর্ডার। পর পর আউট হন দেবদত্ত পাড়িক্কল (১), জুরেল (১), নীতীশ কুমার রেড্ডি (১)। মানব সুতার শূন্য রানে আউট হন। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই কিছুটা লড়াই করেন আয়ুষ বাদোনি (২১) এবং প্রসিদ্ধ কৃষ্ণ (১৬)। মহম্মদ সিরাজও (১) কিছু করতে পারলেন না ব্যাট হাতে। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৫২.৫ ওভারে। অস্ট্রেলিয়ার হেনরি থ্রনটন ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪৮ রানে ২ উইকেট টড মারফির। ১টি করে উইকেট উইল সাদারল্যান্ড, কুপার কোনোলি এবং কোরি রোচিচিওলির।
এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪২০ রানে। মঙ্গলবার তাদের রান ছিল ৯ উইকেটে ৩৫০। দশম উইকেটে ৯১ রান যোগ করেন মারফি এবং থ্রনটন। মারফি ৭৬ রান করে আউট হন গুরনুর ব্রার বলে। থ্রনটন অপরাজিত থাকেন ৩২ রান করে। ব্যাটের পর বল হাতেও ভারতীয়দের ভুগিয়েছেন এই দুই অস্ট্রেলীয়।
আরও পড়ুন:
দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভাল করতে পারেননি সফরকারীরা। ২২৬ রানে পিছিয়ে থাকা দলকে কিছুটা অক্সিজেন দিয়েছেন বোলারেরা। দ্বিতীয় দিনের শেষ অর্ধে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছেন সিরাজেরা। রান পাননি দুই ওপেনার স্যাম কনস্টাস (৩), ক্যাম্পবেল কেল্লাওয়ে (০) এবং চার নম্বরে নামা অলিভার পিক (১)। দ্বিতীয় দিনের শেষে ১১ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক নাথান ম্যাকসুইনি। অস্ট্রেলীয়েরা ২৪২ রানে এগিয়ে রয়েছেন। সিরাজ ৬ রানে ১ উইকেট নিয়েছেন। ৯ রানে ১ উইকেট ব্রারের। কোনও রান খরচ না করে ১ উইকেট নিয়েছেন সুতার। ম্যাচের এখনও বাকি দু’দিন।