গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় একাধিক বার ‘নোটবুক সেলিব্রেশন’ করে শাস্তি পেয়েছিলেন দিগ্বেশ রাঠী। তাতেও বিশেষ ধরনের উচ্ছ্বাস করা থামাননি। রহস্য স্পিনার এ বার খেলবেন দিল্লি লিগে। আইপিএলের থেকেও বেশি দাম পেয়েছেন সেখানে। সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়ে খেলবেন দিগ্বেশ। ৩৮ লক্ষ টাকা দিয়ে আবার কেনা হয়েছে তাঁকে।
গত বছর এই দলের হয়ে ভাল খেলেই নজরে এসেছিলেন দিগ্বেশ। এর পর তাঁকে ৩০ লক্ষ টাকায় সই করায় লখনউ। সেই দলের হয়ে ভাল খেলেন তিনি। ১৩ ম্যাচে ১৪টি উইকেট নেন। তবে ‘নোটবুক সেলিব্রেশন’-এর কারণে দু’টি ম্যাচে আর্থিক জরিমানা দিতে হয়। তৃতীয় বারও একই অপরাধ করায় একটি ম্যাচে নির্বাসিত করা হয় তাঁকে।
দিল্লি লিগের নিলামে ১০ লাখ টাকা বেস প্রাইস ছিল দিগ্বেশের। একটা সময় পুরানি দিল্লি দলও তাঁকে কেনার জন্য লড়াইয়ে নেমেছিল। শেষ মেশ হাল ছেড়ে দেয়। পুরনো দল সাউথ দিল্লিই কিনে নেয় দিগ্বেশকে। পুরানি দিল্লিতে গেলে আইপিএলের অধিনায়ক ঋষভ পন্থের অধীনে খেলার সুযোগ পেতেন দিগ্বেশ।
আরও পড়ুন:
আইপিএলের চেয়ে রাজ্য লিগে বেশি টাকা পাওয়ার উদাহরণ আগেও রয়েছে। ২০২৩ সালে সাই সুদর্শনকে ২১.৬ লক্ষ টাকায় কিনেছিল লাইকা কোভাই কিংস। তখন গুজরাতে খেলে বছরে ২০ লক্ষ টাকা পেতেন সুদর্শন। তবে ২০২৪ সালে তাঁকে ৮.৫০ কোটি টাকায় ধরে রাখে গুজরাত।