Advertisement
E-Paper

সিরাজের ৬ উইকেট, শেষ দু’ঘণ্টায় আবার ম‍্যাচে ফিরল ভারত, এগিয়ে ২৪৪ রানে, হাতে ৯ উইকেট

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কখনও ভারতীয়েরা দাপট দেখালেন। কখনও শাসন করলেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। সকাল থেকে দিনের শেষ পর্যন্ত বার বার বদলাল ম্যাচের রং।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২৩:১৪

ছবি: রয়টার্স।

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ম্যাচের রং বদলালো বারে বারে। কখনও শুভমন গিলেরা দাপট দেখালেন। আবার কখনও ইংল্যান্ডের ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত সুবিধাজনক জায়গায় থাকল ভারত। শুভমনদের প্রথম ইনিংসে তোলা ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৪০৭ রানে। ১৮০ রানে এগিয়ে থাকলেন শুভমনেরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৬৪/১।

দিনের শুরুতেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের ইনিংস শেষ করলেন তিনি এবং আকাশদীপ। পর পর দু’বলে জো রুট এবং বেন স্টোকসকে আউট করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন তিনি। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ঘরের মাঠে কোণঠাসা হয়ে পড়া ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায় ষষ্ঠ উইকেটে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের ৩০৩ রানের অনবদ্য জুটি। ব্রুক খেললেন ১৫৮ রানের ইনিংস। স্মিথের ব্যাট থেকে এল ১৮৪ রানের অপরাজিত ইনিংস। সঙ্গীর অভাবে দ্বিশতরান করতে পারলেন না তিনি।

ভারত-ইংল্যান্ড টেস্টের স্কোর।

ভারত-ইংল্যান্ড টেস্টের স্কোর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিরাজের তৈরি করা চাপ ভারত বজায় রাখতে পারল না অন্য বোলারদের ব্যর্থতায়। বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওয়াশিংটন সুন্দর প্রত্যাশা অনুযায়ী বল করতে পারলেন না। প্রসিদ্ধ দেদার রান বিলোলেন। ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে স্মিথ তাঁকে ১টি ছক্কা এবং ৪টি চার মারেন। একটি ওয়াইড বলও করেন। মোট ২৩ রান দেন। ভারতীয় বোলারদের দুর্বলতা কাজে লাগিয়ে ব্রুক-স্মিথ জুটি ইংল্যান্ডকে ভাল জায়গায় নিয়ে চলে যান। সাবলীল ব্যাটিং করলেন দু’জনেই। ভারতের কোনও বোলারই সে সময় তাঁদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। ব্রুকের ইনিংসে রয়েছে ১৭টি চার এবং ১টি ছক্কা। স্মিথের ইনিংসে ২১টি চারের পাশাপাশি ৪টি ছয় রয়েছে। তাঁদের দাপটে বেশ চাপে পড়ে যায় ভারত।

দ্বিতীয় নতুন বল অবশ্য ভাল কাজে লাগালেন সিরাজ এবং বাংলার আকাশদীপ। তাতেই ইংল্যান্ডের শেষ ৫ উইকেট পড়ল ২০ রানের মধ্যে। আকাশদীপের বলে ব্রুক আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ল ইংরেজদের ইনিংস। ব্রুকের পর ক্রিস ওকসকেও (৫) আউট করেন আকাশ। ২২ গজের অন্য প্রান্ত থেকে সিরাজ পর পর আউট করেন ব্রাইডন কার্স (শূন্য), জশ টং (শূন্য) এবং শোয়েব বশিরকে (শূন্য)। তাতেই ৫ উইকেটে ৩৮৭ থেকে ৪০৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বল হাতে অনেক দিন পর চেনা ছন্দে দেখা গেল সিরাজকে। ৭০ রানে ৬ উইকেট নিলেন তিনি। আকাশদীপ ৪ উইকেট নিলেন ৮৮ রান খরচ করে।

প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দিনের শেষে শুভমনদের রান ১ উইকেটে ৬৪। ২৮ রান করে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। ২২ গজে রয়েছেন লোকেশ রাহুল (২৮) এবং করুণ নায়ার (৭)। যশস্বীর আউট নিয়ে তৈরি হল নাটকীয় মুহূর্ত। টংয়ের বলে এলবিডব্লিউ হন যশস্বী। নির্দিষ্ট সময়ের (১৫ সেকেন্ড) মধ্যে ডিআরএসের আবেদন করতে পারেননি যশস্বী। তা নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেন স্টোকসেরা। তবু মাঠের আম্পায়ারেরা আলোচনা করে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান রিভিউয়ের জন্য। তবে তৃতীয় আম্পায়ারও ভারতীয় ওপেনারকে আউট দেওয়ায় বড় বিতর্ক তৈরি হয়নি।

India vs England 2025 Shubman Gill Ben Stokes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy