Advertisement
১১ মে ২০২৪
Lungi Ngidi

MS Dhoni: ধোনির থেকে ক্রিকেটশিক্ষা! অভিজ্ঞতা ভুলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার জোরে বোলার

চেন্নাইয়ে খেলার সময় ধোনির সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময় যে শিক্ষা পেয়েছিলেন, তা ভুলতে পারছেন না জোরে বোলার।

মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ২০:৩১
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির অধীনে আইপিএলে খেলেছেন চার বছর। তার মধ্যে দু’বার আইপিএল জিতেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে মুগ্ধতা কাটছে না লুনগি এনগিডির। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার জানিয়েছেন, যে ভাবে কম বয়সে তাঁর উপর আস্থা রেখেছিলেন ধোনি, তা ভবিষ্যতে অনেক সাহায্য করেছে। ধোনির শিক্ষাতেও অনেক সমৃদ্ধ হয়েছেন তিনি।

২০১৮ সালে এনগিডিকে কেনে চেন্নাই সুপার কিংস। সে বছর এবং ২০২১ সালে তিনি আইপিএল জেতেন। ধোনি প্রসঙ্গে এনগিডি বলেছেন, “তখন আমার ২২ বছর বয়স ছিল। ধোনির মতো কেউ যখন সেই সময়ে আমার উপর ভরসা রাখে, তখন সেটা বিরাট অনুভূতি। ওর থেকে পাওয়া শিক্ষাও ভোলার মতো নয়।”

আইপিএল থেকে অনেক কিছু শিখেছেন এনগিডি। তার অন্যতম হল, বহু দর্শকের সামনে খেলা। বলেছেন, “আইপিএলে খেলার সময় বুঝতে পারলাম কী ভাবে প্রচুর দর্শকের সামনে খেলতে হয়। কোনও দিন ৬০ হাজার দর্শকের সামনে খেলিনি। প্রথম দিকে ঘাবড়ে যেতাম। এক বার ধাতস্থ হয়ে যাওয়ার পর আর কোনও অসুবিধা হয়নি।”

২০২০-তে দারুণ খেলার পর দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটার হয়েছিলেন এনগিডি। তবে নির্বাচন নিয়ে সমস্যা হওয়ায় মাঝে দল থেকে বাদ পড়েন। চেন্নাই ছেড়ে দেওয়ার পর এ বছর দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। সেখানে ঋষভ পন্থ এবং স্বদেশি কাগিসো রাবাডা তাঁকে অনেক সাহায্য করেন বলে জানিয়েছেন এনগিডি।

তাঁর কথায়, “রাবাডার সঙ্গে কথা বলার সময় কিছুটা হতাশ ছিলাম। ও-ই আমাকে বলল, ‘তুমি আইপিএল জিতেছ দু’বার, ম্যাচের সেরা হয়েছ। কেন নিজে এতটা হতাশ হয়ে পড়ছ?’ সেই কথাতে আমি কিছুটা চাঙ্গা হয়ে গিয়েছিলাম। এ বছর ঋষভ পন্থের সঙ্গে কথা বলেও ভাল লেগেছে। বয়স কম, কিন্তু ম্যাচে প্রভাব ফেলার ক্ষেত্রে বাকিদের থেকে অনেক এগিয়ে। ওকে নেটে বল করতে দারুণ লাগে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE