শ্রীলঙ্কার সঙ্কটের সময় পাশে দাঁড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে ফের আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার ক্ষেত্রে শ্রীলঙ্কার সহযোগিতার কথা মাথায় রেখেই সে দেশে দল পাঠাচ্ছে পিসিবি।
অস্থির শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কট। জ্বালানীর জন্য তীব্র হাহাকার। অস্বাভাবিক মুদ্রাস্ফীতি। রাজনৈতিক অস্থিরতা এবং হিংসার পরিবেশ। সব কিছু মিলিয়ে ভাল নেই শ্রীলঙ্কা। জনরোষে বিপর্যস্ত শাসক। প্রশাসনের পাল্টা চোখ রাঙানিতে তটস্থ জনগণ। দেশ জুড়ে অশান্তির আবহ। অগ্নিগর্ভ পরিস্থিতি।
এমন পরিস্থিতিতেও শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাবর আজমরা সেখানে জুন-জুলাই মাসে দু’টেস্টের সিরিজ খেলতে যাবেন। সেই সঙ্গেই তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছে পিসিবি। পাকিস্তান বর্তমান পরিস্থিতিতে সিরিজ বাতিল করলে চরম আর্থিক সঙ্কটে পড়ত ক্রিকেট শ্রীলঙ্কা। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের চিন্তামুক্ত করেছেন পিসিবি কর্তারা। বরং কঠিন সময়ে বেশি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন তাঁরা।
শ্রীলঙ্কায় এখন ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১২ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সচল থাকে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে কি দিন-রাতের ম্যাচ আয়োজন সম্ভব? শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা অবশ্য এক দিনের সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু করার ক্ষেত্রে সমস্যা হবে সিরিজ দীর্ঘ করলে।