সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। রবিবার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচ জিতলেই সিরিজ় জিতবেন রোহিত শর্মারা। কটকে ভারতের প্রথম একাদশে একটিই বদলের সম্ভাবনা রয়েছে। কারা খেলতে পারেন প্রথম একাদশে?
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
১) রোহিত শর্মা— প্রথম ম্যাচে রান পাননি। তবে তিনিই দলের অধিনায়ক। কটকে রানে ফিরতে চাইবেন রোহিত।
২) শুভমন গিল— প্রথম এক দিনের ম্যাচে তিন নম্বরে নেমেছিলেন। তবে কটকে এক ধাপ উপরে উঠতে পারেন তিনি। রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন এই ডানহাতি ব্যাটার।
৩) বিরাট কোহলি— হাঁটুর চোটে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচের আগে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, কোহলি পুরো ফিট। তেমনটা হলে তিনি দলে ফিরবেন। বাইরে যেতে হবে যশস্বী জয়সওয়ালকে।
৪) শ্রেয়স আয়ার— ভারতের হয়ে চার নম্বরে খুব ভাল খেলছেন শ্রেয়স। আগের ম্যাচেও জয়ের ভিত গড়েছেন তিনি।
৫) লোকেশ রাহুল— দলের উইকেটরক্ষক। তবে ব্যাটেও রান করতে চান রাহুল। তাঁকেই দেখা যাবে পাঁচ নম্বরে।
৬) হার্দিক পাণ্ড্য— দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার। কটকেও বড় দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
আরও পড়ুন:
৭) অক্ষর পটেল— প্রথম ম্যাচে ব্যাট হাতে ভাল খেলেছেন। পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।
৮) রবীন্দ্র জাডেজা— নাগপুরে ভাল খেলেছেন। কটকেও দলকে জেতাতে চাইবেন এই বাঁহাতি অলরাউন্ডার।
৯) কুলদীপ যাদব— চোট সারিয়ে সবে জাতীয় দলে ফিরেছেন। কটকে ভাল বল করতে চাইবেন এই বাঁহাতি স্পিনার।
১০) মহম্মদ শামি— তিনিও চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। নতুন বলে বড় দায়িত্ব থাকবে শামির কাঁধে।
১১) হর্ষিত রানা— আগের ম্যাচে অভিষেকে ৩ উইকেট নিয়েছেন। নজর কেড়েছেন হর্ষিত। সেই কাজটাই দ্বিতীয় এক দিনের ম্যাচে করতে চাইবেন তিনি।