একটি চ্যারিটি অনুষ্ঠানে রশিদ খানের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল এক মহিলাকে। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তার পর থেকেই কৌতূহল বাড়ছিল ওই মহিলাকে নিয়ে। অবশেষে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন রশিদ নিজেই। সমাজমাধ্যমে জানালেন, ওই মহিলা আর কেউ নন, তাঁর স্ত্রী। দীর্ঘ দিনের আলোচনার অবসান হল একটি পোস্টেই।
এ মাসের শুরুতে একটি ছবি থেকে চর্চার সূত্রপাত। রশিদ খানের চ্যারিটি সংস্থার একটি অনুষ্ঠান ছিল নেদারল্যান্ডসে। সেখানেই আফগানিস্তানের ক্রিকেটারের পাশে বসে থাকতে দেখা যায় কালো পোশাক পরিহিত এক মহিলাকে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দু’জনকে একসঙ্গে বেরোতেও দেখা যায়। তখনই সমর্থকেরা বলতে শুরু করেছিলেন, রশিদ হয়তো গোপনে বিয়েটা করে নিয়েছেন।
জল্পনার অবসান ঘটিয়েছেন রশিদ নিজেই। জানিয়েছেন, তিনি সত্যিই বিয়ে করেছেন। ভাইরাল হওয়া ছবিতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি তাঁরই স্ত্রী। রশিদ লিখেছেন, “২ অগস্ট আমি জীবনের একটা নতুন এবং অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমার নিকাহ্ হয়েছে এবং এমন এক মহিলাকে বিয়ে করেছি যে ভালবাসা, শান্তি এবং বন্ধনকে সমীহ করে।”
তিনি আরও লিখেছেন, “সম্প্রতি একটি অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। খুব সহজ একটা বিষয় থেকে যে জটিল অনুমান তৈরি হবে, এটা ভাবাও দুর্ভাগ্যজনক। সত্যিটা খুব সোজাসাপ্টা। ও আমার স্ত্রী। আমাদের কিছুই লুকনোর নেই। যাঁরা পাশে আছেন এবং বুঝেছেন তাঁদের ধন্যবাদ।”
আরও পড়ুন:
রশিদ নিজের স্ত্রীর নাম প্রকাশ্যে আনেননি। গোপনীয়তা রাখতে চেয়েছেন। পাশাপাশি সমর্থকদের অনুরোধ করেছেন ভুল তথ্য না ছড়াতে। উল্লেখ্য, ২০২৪-এর অক্টোবরে রশিদেরা চার ভাই একসঙ্গে বিয়ে করেছিলেন। এটি রশিদের দ্বিতীয় বিয়ে।